৫০’এ পা রাখলো বুন্ডেসলিগা
২৫ আগস্ট ২০১২ডর্টমুন্ডের নতুন খেলোয়াড় জার্মান জাতীয় দলের তরুণ সেনসেশন ২৩ বছর বয়েসি মার্কো রয়েস খেলার প্রথম গোলটি করেন৷ রয়েস গতবার লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন৷ ম্যুনশেনগ্লাডবাখ থেকে এবার তিনি ডর্টমুন্ডে যোগ দিয়েছেন৷
ডর্টমুন্ডের জাপানি খেলোয়াড় শিনজি কাগাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডে চলে যাওয়ায় তাঁর জায়গায় রয়েসকে নিয়েছে ডর্টমুন্ড৷
রয়েসের গোলের পর সেটা শোধ করে দিয়েছিল ব্রেমেন৷ পরে ডর্টমুন্ডের বদলি খেলোয়াড় মারিও গ্যোয়েটৎসে জয়সূচক গোলটি করেন৷
এই জয়ের ফলে ডর্টমুন্ড বুন্ডেসলিগার টানা ২৯টি ম্যাচে অপরাজেয় থাকলো৷ সবশেষ তারা প্রায় এক বছর আগে গত বছরের ১৮ই সেপ্টেম্বর হেরেছিল৷ বুন্ডেসলিগায় টানা ৩৬টি ম্যাচে অপরাজেয় থাকার রেকর্ড হামবুর্গের৷ এবং সেই রেকর্ডটা হয়েছিল ৩০ বছর আগে৷
এদিকে বুন্ডেসলিগায় ডর্টমুন্ডের প্রতিদ্বন্দ্বী বায়ার্ন মিউনিখ ক্লাবের চেয়ারম্যান কার্ল-হাইন্স রুমেনিগে বলেছেন, তাঁরা ঐতিহাসিক ৫০তম আসরে সেরা হতে চান৷ গতবার বায়ার্নের ভাগ্যটা খারাপই গেছে বলতে হবে৷ কেননা বুন্ডেসলিগা, জার্মান কাপ আর ইউরোপীয় চ্যাম্পিয়ন্স লিগ - প্রতিটা আসরেই তারা রানার আপ হয়েছে৷
বায়ার্নের কোচ ইয়ুপ হেইঙ্কেস এই মরসুম শেষে দলের দায়িত্ব ছেড়ে দেয়ার আভাস দিয়েছেন৷ ‘স্যুদডয়েচে সাইটুং' পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বায়ার্নের সঙ্গে তাঁর চুক্তি আগামী বছরের ৩০ জুন পর্যন্ত৷ এরপর তিনি ক্লাব ছেড়ে দিতে পারেন৷ অবশ্য এ বিষয়ে ক্লাবের সঙ্গে তাঁর কথা হবে ডিসেম্বর ও জানুয়ারিতে৷
জেডএইচ/এআই (এএফপি, ডিপিএ)