বায়ার্নের বড় জয়, বার্সেলোনার হার
৮ নভেম্বর ২০১২ফলে নয় পয়েন্ট নিয়ে বায়ার্ন ও ভ্যালেন্সিয়া এখন যৌথভাবে গ্রুপের শীর্ষে অবস্থান করছে৷ আগামী ২০ তারিখ এই দুই দলের মধ্যে খেলা হবে, ভ্যালেন্সিয়ার মাঠে৷
বায়ার্নের পক্ষে তাদের তৃতীয় স্ট্রাইকার ক্লাদিও পিৎসারো মাত্র ১৬ মিনিটের মধ্যে হ্যাট্রিক করেন৷ ১৮, ২৮ ও ৩৩ মিনিটে তিনি গোল তিনটি করেন৷ চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এটা তৃতীয় দ্রুততম সময়ের মধ্যে হ্যাট্রিক৷
বায়ার্নের সেরা দুই স্ট্রাইকার মারিও গোমেজ ও মারিও মান্ডসুচিক ইনজুরির কারণে খেলতে না পারায় এই ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন পিৎসারো৷ সেই সুযোগটা বেশ ভালভাবেই তিনি কাজে লাগিয়েছেন৷
বায়ার্নের পক্ষে গোল উৎসব শুরু করেন শোয়াইনস্টাইগার, খেলা শুরুর পাঁচ মিনিটের মাথায়৷ ২৩ মিনিটে আরেকটি গোল করেন রবেন৷ ফলে প্রথমার্ধে বায়ার্ন এগিয়ে থাকে ৫-০ গোলে৷
তবে লিলের গোলরক্ষক মিকায়েল লান্ড্রো ভালো না খেললে বায়ার্ন হয়তো আরও বড় ব্যবধানে জিততে পারতো৷ কেননা তিনি বায়ার্নের প্রায় আরও সাতটি গোলের সুযোগ রুখে দিয়েছেন৷
চ্যাম্পিয়নস লিগের অন্য খেলায় স্কটল্যান্ডে গিয়ে হেরে এসেছে মেসির বার্সেলোনা৷ কেল্টিকের সঙ্গে খেলায় তারা ২-১ গোলে হেরে যায়৷ কদিন আগে নিজেদের মাঠে বার্সেলোনা একই ব্যবধানে কেল্টিককে হারিয়েছিল৷ বুধবার প্রথমে দুই গোল করে কেল্টিক৷ তারপর শেষের দিকে দিয়ে একটা গোল পরিশোধ করেন বার্সেলোনার মেসি৷ এই ম্যাচটা জিততে পারলে নক আউট পর্বে চলে যেতে পারতো বার্সেলোনা৷ যেমনটা চলে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড৷ পর্তুগিজ ক্লাব ব্রেগার সঙ্গে ৩-২ গোলে জিতে শেষ ১৬ তে পৌঁছে গেছে ম্যান ইউ৷ শুরুতে পিছিয়ে পড়ে ইনজুরি সময়ে শেষ গোলটি করে জিতে যায় ইংলিশ ক্লাবটি৷
অন্য খেলায় গতবারের চ্যাম্পিয়ন চেলসি ৩-২ গোলের জয় পেয়েছে ইউক্রেনের শাখটার ডোনেটস্ক এর বিরুদ্ধে৷
জেডএইচ/এসবি (এএফপি, রয়টার্স)