1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চ্যাম্পিয়নস লিগ

৩১ আগস্ট ২০১২

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্যায়ে কঠিন লড়াইয়ে অবতীর্ণ হচ্ছে বোরুসিয়া ডর্টমুন্ড৷ বৃহস্পতিবারের ড্র’র ফলাফল অনুযায়ী, ডর্টমুন্ডের সঙ্গে একই গ্রুপে রয়েছে রেয়াল মাদ্রিদ এবং ম্যানচেষ্টার সিটি৷

https://p.dw.com/p/161Nq
ছবি: AP

বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন বোরুসিয়া ডর্টমুন্ড উয়েফা চ্যাম্পিয়নস লিগে ‘ডি গ্রুপে' জায়গা পেয়েছে৷ অন্যদিকে, বায়ার্ন মিউনিখ খেলবে ‘গ্রুপ এফ'-এ৷ প্রাথমিক পর্যায়ে সেদলের প্রতিদ্বন্দ্বী ভালেন্সিয়া, লিল এবং বাটে বোরিসভ৷ জার্মানির তৃতীয় দল শালকে প্রতিদ্বন্দ্বিতা করবে ‘বি' গ্রুপে আর্সেনাল, অলিম্পিয়াকস এবং মপেলিইয়ের সঙ্গে৷

প্রসঙ্গত, চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্ব শুরু হয়েছিল গত জুন মাসে৷ ৫২টি জাতীয় ফুটবল সংগঠনের ৮২টি দল সেসময় প্রতিযোগিতায় অংশ নেয়৷ তবে চূড়ান্ত পর্যায়ের জন্য মনোনীত হয় মাত্র ৩২টি দল৷

সেপ্টেম্বর মাসে শুরু হচ্ছে লিগের গ্রুপ পর্যায়ের খেলা৷ ২০১১ সালে সবচেয়ে বেশি দর্শক টেলিভিশনে যে ইভেন্টটি দেখেছেন, সেটি ছিল চ্যাম্পিয়নস লিগের ফাইনাল৷ মোট ১৭৮.৮ মিলিয়ন দর্শক টেলিভিশনে এই খেলা উপভোগ করেন৷

Andres Iniesta
সেরা খেলোয়াড় ইনিয়েস্তাছবি: AP

আসন্ন আসরের গ্রুপ ডিতে লড়াই খুব কঠিন হবে, সেটা মানছেন খেলোয়াড়রা৷ মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ান রোনালদো এই বিষয়ে বলেন, ‘‘এটা হচ্ছে সবচেয়ে কঠিন গ্রুপ''৷ বুন্ডেসলিগা জয়ী ডর্টমুন্ড অবশ্য এবার দলে নতুন তারকা যোগ করেছেন৷ সেদলের আক্রমণভাগে থাকছেন মার্কো রয়েস৷ ফলে গতবারের তিক্ত অভিজ্ঞতা এবার হয়তো কিছুটা কাটিয়ে উঠতে পারবে সেদল৷

এদিকে, বার্সেলোনা এবং স্পেনের মধ্যমাঠের খেলোয়াড় আন্দ্রেস ইনিয়েস্তাকে ইউরোপের সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করেছে উয়েফা৷ বৃহস্পতিবার বিকেলে মোনাকোতে ড্র অনুষ্ঠানের পর এই ঘোষণা প্রদান করে ফুটবল সংগঠনটি৷ উয়েফার ৫৩টি সদস্য দেশের সাংবাদিকদের সরাসরি ভোটের প্রেক্ষিতে ইনিয়েস্তাকে এই সম্মাননা প্রদান করা হয়৷

২৮ বছর বয়সি এই ফুটবলার এক্ষেত্রে অপর দুই তারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ান রোনালদোকে ছাড়িয়ে গেছেন৷ ইনিয়েস্তা পরপর দু'বার ইউরোপিয়ান কাপ জয়ে স্পেনকে সহায়তা করেছেন৷ ইউক্রেন এবং পোল্যান্ডে অনুষ্ঠিত ইউরো কাপে ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট' খেতাবও জয় করেন তিনি৷

চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা অবশ্য অপেক্ষাকৃত দুর্বল গ্রুপেই প্রতিদ্বন্দ্বিতা করবে৷ গ্রুপ জি'তে সেদলের প্রতিপক্ষ বেনফিকা, স্পারটাক মস্কো এবং কেলটিক৷

প্রতিবেদন: ডেভিড রাইস / এআই

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য