চ্যাম্পিয়ন্স লীগে বায়ার্ন মিউনিখের পেনাল্টি মিস
১৯ অক্টোবর ২০১১জার্মান সমর্থকরা বেশ উত্তেজিত ছিলেন খেলা নিয়ে কারণ টনি ক্রস শুরুতেই একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে যান৷ কিন্তু ৩৯ মিনিটের মাথায় হলগার বাডস্টুবারের আত্মঘাতী গোল খেলায় সমতা ফিরিয়ে আনে৷ খেলা অন্যদিকে মোড় নিত যদি মারিও গোমেজ তার পেনাল্টি মিস না করতেন৷
খেলা শুরুর আগে নাপোলির সমর্থকদের উত্তেজনা ছিল তুঙ্গে৷ কিন্তু খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই তাতে ভাটা পড়ে কারণ ছিল প্রথম গোলটি৷ নাপোলি এরপরই খেলা গুছিয়ে নিতে থাকে৷ হুগো কাম্পানারো এবং এডিনসন কাভানি মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন৷
হাফ টাইমের পর খেলা শুরু হওয়ার চার মিনিটের মাথায় বায়ার্ন মিউনিখ একটি পেনাল্টি কিক পায়৷ কানাভারোর হাতে বল লেগেছে সেই সূত্রে পেনাল্টি পাওয়া৷ তবে দুর্ভাগ্যবশত মিউনিখের খেলোয়াড় গোমেজ মিস করেন পেনাল্টি৷ খেলা শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়৷
গতকালকের এই খেলায় ড্র হবার পরেও গ্রুপ এ-র শীর্ষ স্থানটি বায়ার্ন মিউনিখ ধরে রেখেছে৷ তিনটি খেলায় তার পয়েন্ট সংখ্যা ৭, নাপোলির ৫, ম্যানচেস্টার সিটির ৪ এবং ভিলারেয়ালের ০৷
এবার বুন্ডেসলিগাতেও বায়ার্ন মিউনিখ তার স্বভাবসিদ্ধ তুখোড় পারফরমেন্স দেখাচ্ছে৷ পয়েন্ট তালিকায় এক নম্বর আসনটি তারই৷
প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক