1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছুটি মানে ছুটি – ‘নো ফেসবুক, নো ই-মেল’

২৭ মে ২০১১

প্রকৃত অর্থে ছুটি কাটানো আজকাল একরকম অসম্ভব৷ হাতের কাছেই থাকছে ল্যাপটপ, মুঠোফোনসহ নানা প্রযুক্তি পণ্য৷ তাই, ছুটিতে সমুদ্রতটে বসে ই-মেল চেক করেন কেউ, কেউবা ডিনারের টেবিলে ব্যস্ত মুঠোফোন নিয়ে৷ তাহলে ছুটি আর থাকল কই?

https://p.dw.com/p/11Otd
junge Frau mit Laptop
ছুটিতে গিয়ে এমন প্রযুক্তি চর্চা না করাই ভালছবি: picture-alliance / chromorange

একথা মানতেই হবে, প্রযুক্তির কল্যাণে জীবন অনেক সহজ হয়ে গেছে৷ এখন অফিস থেকে হাজার মাইল দূরে থাকলেও সার্বক্ষণিক যোগাযোগ সম্ভব৷ যখন তখন চাইলেই অফিসের খোঁজ খবর নেওয়া যায় ই-মেল চেক করে কিংবা সহকর্মীদের ফেসবুক ঘেঁটে৷ কিন্তু, মানুষের শরীর-মন ছুটি চায়৷ তাই, এসব থেকে বছরে কিছুদিন দূরে থাকা খুব জরুরি৷ আর সেই সময়টা হচ্ছে বাৎসরিক ছুটির সময়৷

কীভাবে প্রযুক্তি পণ্য থেকে দূরে থাকবেন? বিশেষজ্ঞদের বিবেচনায়, সবচেয়ে মোক্ষম উপায় হচ্ছে, ছুটিতে যাওয়ার আগে একেবারে বিশ্বস্তজনকে নিজের ফেসবুক, ই-মেল ইত্যাদির দায়িত্ব বুঝিয়ে দেওয়া৷ এরপর সেই বিশ্বস্তজনের দায়িত্ব হবে, আপনার ই-মেল, ফেসবুকসহ যাবতীয় ইলেকট্রনিক যোগাযোগ মাধ্যমের পাসওয়ার্ড বদলে দেওয়া৷ যাতে আপনার মন চাইলেও আপনি ছুটিতে থাকাকালে এসবে ঢুকতে না পারেন৷ ছুটি থেকে ফিরে এসে আবারও এসবের দায়িত্ব বুঝে নিলেই হল৷

Platja de Palma auf Mallorca, Balneario Nº 6, s Arenal, Spanien, Europa Schlagworte 6, alkohol, arenal, auf, ballermann, balneario, country, de, erholen, erholend, erholende, erholender, erholendes, erholung, erwachsen, erwachsene, erwachsener, erwachsenes, europa, europäisch, europäische, europäischer, europäisches, frau, frauen, freien, freizeit, freizeitlich, freizeitliche, freizeitlicher, freizeitliches, hütte, ideen, insel, kaukasisch, kontinent, kontinente, konzepte, küste, länder, mallorca, meer, meere, mensch, menschen, menschlich, menschliche, menschlicher, menschliches, mittelmeer, mittelmeerland, nº, ozean, palma, person, personen, platja, plätze, reise, reisen, reiseziel, sand, sangria, sea, somberro, spanien, spanisch, spanische, spanischer, spanisches, strand, strohhalme, süd-europa, trinken, urlaub, vergnügen, vergnügende, vergnügender, vergnügendes, vergnügung, weiblich, weibliche, weiblicher, weibliches, welt, west-europa
মেতে উঠুন উৎসবেছবি: picture-alliance/chromorange

এর চাইতে হালকা উপায়টি হচ্ছে, দিনের একটি নির্দিষ্ট সময় বেছে নেওয়া৷ ছুটিতে থাকাকালীন দিনে আধ ঘণ্টা বা সপ্তাহে দু'ঘণ্টা ইন্টারনেট দুনিয়ায় বিচরণ করবেন আপনি৷ এর বেশিও নয়, কমও নয়৷ নির্দিষ্ট সময় শেষ হওয়া মাত্র ল্যাপটপ বা মুঠোফোন বন্ধ করে দিন৷ অথবা অন্য কাউকে দিয়ে দিন৷ সবসময় এসব নিজের কাছে রাখা চলবে না কিছুতেই৷

ছুটির সময় নিজেকে ব্যস্ত রাখুন ভ্রমণসঙ্গীদের সঙ্গে৷ তাদের সঙ্গে খেলাধুলায় মেতে উঠুন, গল্পগুজব করুন, আড্ডা দিন৷ আর ভুলে যান ইন্টারনেট দুনিয়ার কথা৷ এই কাজটি সহজ করতে খাবার টেবিলের উপরে কখনো মুঠোফোন রাখবেন না৷ ছুটিতে থাকাকালীন সেটির জায়গা হোক সুটকেসে কিংবা দূরে কোথাও৷ যাতে তাঁর নাগাল পাওয়া দুরূহ হয়৷ নিজের অজান্তেই হাত যেন সেটির নাগাল না পায়৷ তবে ছুটিতে গিয়েও যদি অতীব জরুরি কোন ভাবনা মনে থাকে, তাহলে মুঠোফোন বেশি দূরে না রাখাই উত্তম৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান