1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্মার্টফোনের জগতে এবার ‘আম'এর স্বাদ আসছে

২৫ মে ২০১১

‘উইন্ডোস ফোন সেভেন' এখনো বাজারে তেমন সাড়া তুলতে পারে নি৷ ‘ম্যাঙ্গো' নামের আপডেট'এর মাধ্যমে এই প্ল্যাটফর্মকে আরও জনপ্রিয় করে তোলার আশা করছে মাইক্রোসফট৷ এবিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জীব বর্মন৷

https://p.dw.com/p/11NrE
‘উইন্ডোস ফোন সেভেন' পাচ্ছে ম্যাঙ্গো আপডেটছবি: AP

সুকুমার রায়ের কল্যাণে হাসজারু, বকচ্ছপ, সিংহরিণের মতো মিশ্র প্রাণীর সঙ্গে আমাদের পরিচয় ছিল৷ যন্ত্রের জগতেও মিশ্রণ হয়েছে মোবাইল ফোন ও কম্পিউটার'এর৷ বাড়ছে এই স্মার্টফোন'এর বাজার৷ চলছে সেই বাজার দখলের হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা৷ সেখানেও কচ্ছপ ও খরগোশের দৌড়ের গল্প৷ শুরুতে দৌড়ে এগিয়ে থাকলেই যে সবার আগে গন্তব্যে পৌঁছানো যাবে, তার কোনো মানে নেই৷

Vorstellung des Windows Phone 7
সহজ কাঠামো দিচ্ছে উইন্ডোস ফোনছবি: AP

স্মার্টফোন'এর বাজারে আপাতত সবচেয়ে বেশি এগিয়ে আছে অ্যাপেল'এর আইফোন ও গুগলের অ্যান্ড্রয়েড ফোন৷ দেরিতে হলেও ঘুম ভেঙেছে মাইক্রোসফট'এর৷ গত বছর তারা বাজারে এনেছে ‘উইন্ডোস ফোন সেভেন'৷ প্রথমদিকে তেমন সাড়া না পেয়ে তারা একে একে নোকিয়ার মতো মোবাইল কোম্পানির সঙ্গে নিবিড় সহযোগিতা বা স্কাইপ'এর মতো নামকরা কোম্পানি কিনে নেওয়ার পথ বেছে নিয়েছে৷ তাছাড়া ‘উইন্ডোস ফোন সেভেন'এর প্রথম সংস্করণে যেসব দুর্বলতা ছিল তা কাটিয়ে তুলতে এবং নতুন কিছু চমক যোগ করে গ্রাহকদের দিচ্ছে নতুন এক ‘আপডেট' – যার পোশাকি নাম ‘ম্যাঙ্গো' বা আম৷

Flash-Galerie Mobile World Congress Barcelona 2011
মাইক্রোসফট প্রধান স্টিভ বামার স্মার্টফোন’এর জগতেও আধিপত্য বিস্তার করতে চানছবি: AP

কম্পিউটারের অপারেটিং সিস্টেমের বাজারের সিংহভাগই মাইক্রোসফট'এর দখলে৷ তবে উইন্ডোস নিয়ে ব্যবহারকারীদের নালিশ কম নয়৷ থেকে থেকে নানারকমের গোলমাল দেখা যায় এই প্ল্যাটফর্ম'এ৷ মোবাইল ফোনের ক্ষেত্রে কিন্তু মাইক্রোসফট সেই জটিল কাঠামো থেকে সরে এসেছে৷ অত্যন্ত সহজ কাঠামো দিয়ে সাজানো পর্দা – আছে শুধু কিছু ‘টাইলস' বা ইটের মত দেখতে বাক্স৷ ব্যবহারকারী অতি সহজে নিজের মতো করে পছন্দমতো ‘টাইলস' সাজিয়ে নিতে পারে৷ মাইক্রোসফট একে আলাদা এক ‘অভিজ্ঞতা' বলতে পছন্দ করে৷ ‘ম্যাঙ্গো' আপডেট তাতে যোগ করছে আরও প্রায় ৫০০ নতুন গুণাগুণ৷ এর মধ্যে সবচেয়ে চমকপ্রদ গুণ হলো যোগোযোগের নতুন এক মাত্রা৷ সাধারণ ফোনের মধ্যে সাধারণত নাম, টেলিফোন নম্বর ও ই-মেল ঠিকানা রাখা থাকে৷ ‘উইন্ডোস ফোন সেভেন' শুরু থেকেই তাতে যোগ করেছে ফেসবুকও৷ এবার তাতে যোগ হচ্ছে টুইটার, লিঙ্কডইন এবং বিভিন্ন চ্যাট মেসেঞ্জারও৷ তাছাড়া শুধু একটি মাত্র পূর্ণ তালিকা নয়, ‘কনট্যাক্ট' বা পরিচিতদের বন্ধুবান্ধব, সহকর্মী, আত্মীয় – এমন আলাদা আলাদা তালিকায় ভাগ করা যাবে৷ শুধু তাদের ফোন করা নয়, ফেসবুকে তারা কী করছে, টুইটারে কী লিখছে, তা সঙ্গে সঙ্গে সরাসরি দেখা যাবে পর্দায়৷ আলাদা সফটওয়্যারের প্রয়োজন নেই৷ যে কোনো পদ্ধতিতে তাদের সঙ্গে যোগাযোগও করা যাবে৷ ‘ম্যাঙ্গো' আপডেটে থাকছে ইন্টারনেট এক্সপ্লোরার ৯, একই জায়গায় একাধিক ই-মেল অ্যাকাউন্ট'এর সমন্বয়ের সুবিধা ইত্যাদি৷ চলতি বছরের সেপ্টেম্বর মাসেই এই আপডেট বাজারে আসবে বলে জানিয়েছে মাইক্রোসফট৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য