1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জনসমক্ষে নীরব ট্রাম্প

১২ নভেম্বর ২০২০

সপ্তাহখানেক পরে আবার প্রকাশ্যে দেখা গেল ট্রাম্পকে। ভেটারেন্স ডে-র অনুষ্ঠানে। কিন্তু নির্বাচনের ফল নিয়ে মুখ খুললেন না।

https://p.dw.com/p/3lAiv

তাঁকে শেষ প্রকাশ্যে দেখা গেছিল গত বৃহস্পতিবার, সাংবাদিক সম্মেলনে। তারপর টানটান উত্তেজনার মধ্যে পেনসিলভানিয়া সহ কয়েকটি রাজ্যে ভোটের ফল প্রকাশিত হয়েছে। সেখানে জিতে বাইডেন এখন প্রেসিডেন্ট ইলেক্ট। কিন্তু ট্রাম্প এখনো সেই ফল মানতে চাননি। তাঁকে আর প্রকাশ্যে দেখা যায়নি। বৃহস্পতিবারের পর ট্রাম্প আবার হোয়াইট হাউসের বাইরে পা রাখলেন বুধবার। ভেটারেন্স ডে-র অনুষ্ঠানে। মুখে মাস্ক নেই। কিঞ্চিত গম্ভীর। সাংবাদিকরা প্রশ্ন করলেও নির্বাচনের ফলাফল নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। এক সেনা অফিসারের সমাধিতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানিয়েই ফিরে যান ডনাল্ড ট্রাম্প।

ভেটারেন্স ডে-র অনুষ্ঠানে ছিলেন বাইডেনও। তবে ওয়াশিংটনে নয়, ফিলাডেলফিয়ায়। কোরিয়ান ওয়ার মেমোরিয়ালে। মুখে কালো মাস্ক। সঙ্গে ছিলেন স্ত্রী জিলও। বাইডেনও সেখানে কোনও মন্তব্য করেননি।

প্রেসিডেন্ট ইলেক্ট হওয়ার পর বাইডেন করোনা নিয়ে টাস্ক ফোর্স গঠন করেছেন। সকলকে মাস্ক পরতে বলেছেন। কিন্তু ট্রাম্প মাস্ক না পরে বুঝিয়ে দিয়েছেন, বাইডেনের পরামর্শের তিনি তোয়াক্কা করেন না।

জিএইচ/এসজি(এপি, রয়টার্স)