1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলবায়ু পরিবর্তন বিরোধী সমাবেশ

২৩ সেপ্টেম্বর ২০১৪

জলবায়ু পরিবর্তন রোধের দাবিতে ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ হয়ে গেল রবিবার৷ বিশ্বের বিভিন্ন স্থান মিলিয়ে প্রায় ৬ লাখ মানুষ এদিন সমস্বরে তুলেছেন, জলবায়ু পরিবর্তন রুখে দিয়ে পৃথিবীকে সমূহ বিপর্যয় থেকে রক্ষা করার দাবি৷

https://p.dw.com/p/1DGxT
ছবি: AFP/Getty Images/D. Emmert

সবচেয়ে বড় সমাবেশটি হয়েছে নিউ ইয়র্কে৷ যুক্তরাষ্ট্রের এ শহরেই মঙ্গলবার, অর্থাৎ আজ শুরু হচ্ছে জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন৷ জাতিসংঘের এ আয়োজনে মহাসচিব বান কি-মুনও থাকবেন৷ নিউ ইয়র্কে রবিবারের সমাবেশেও ছিলেন তিনি৷ হলিউড সুপারস্টার লিওনার্দো ডি ক্যাপ্রিও, নিউ ইয়র্কের মেয়র বিল ডি বাসিওসহ বিশ্বের অনেক পরিচিত এবং তারকামুখই দেখা গেছে সেখানে৷ প্রায় ৩ লাখ ১ হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন নিউ ইয়র্কের সমাবেশে৷ বয়সের ভারে নুয়ে পড়া বৃদ্ধ-বৃদ্ধারা এসেছিলেন লাঠি ভর করে, কিংবা হুইল চেয়ারে বসে৷ সদ্যোজাত শিশুকে ট্রলিতে নিয়ে পৃথিবীকে রক্ষা করার দাবি তুলতে সমাবেশে শরিক হয়েছিলেন অনেক বাবা-মা৷ তরুণ-তরুণীরা এসেছিলেন বর্ণীল সব পোশাক পরে৷ সবার হাতে ছিল জলবায়ু পরিবর্তন রোধ করার দাবি সম্বলিত ব্যানার, প্ল্যাকার্ড অথবা ফেস্টুন৷

সর্বস্তরের মানুষের এমন ব্যাপক অংশ গ্রহণ দেখে জাতিসংঘ মহাসচিব বান কি-মুনও অভিভূত৷ শীর্ষ সম্মেলনের দুদিন আগে তাই তিনি বলেন, ‘‘জনগণকে এমন প্রবল কণ্ঠে আওয়াজ তুলতে দেখে আমি অভিভূত৷ আশা করি, ২৩ সেপ্টেম্বরের সম্মেলনেও এই দাবির প্রতিফলন দেখা যাবে৷''

জলবায়ু পরিবর্তন রোধে যত দ্রুত সম্ভব কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা বোঝাতে গিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘‘আমাদের বিকল্প কিছু নিয়ে ভাবার সুযোগ নেই, কারণ, আমাদের জন্য দ্বিতীয় কোনো গ্রহ (পৃথিবী) নেই৷''

যুক্তরাষ্ট্রের আরো কিছু শহর এবং ল্যাটিন অ্যামেরিকা, ইউরোপ, ভারত আর অস্ট্রেলিয়ার কয়েকটি শহরেও রবিবার জলবায়ু রোধের সোচ্চার দাবি ওঠে৷ আয়োজকদের দেয়া তথ্য অনুযায়ী, লন্ডনে ৪০ হাজার, মেলবোর্নে ১৫ হাজার, বার্লিনে ৫ হাজার এবং প্যারিসে অন্তত ৪ হাজার ৮শ মানুষ এ দাবির পক্ষে আওয়াজ তোলে৷

এসিবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য