1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলবায়ু পরিবর্তনের অর্থনীতি নিয়ে গবেষণায় নোবেল

৮ অক্টোবর ২০১৮

২০১৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ উইলিয়াম ডি নর্ডহাউস এবং পল এম রোমার৷ দীর্ঘকালীন অর্থনৈতিক তত্ত্বে জলবায়ু পরিবর্তন ও প্রযুক্তিগত উদ্ভাবনের গবেষণায় মিললো এ স্বীকৃতি৷

https://p.dw.com/p/36AG3
Wirtschaftsnobelpreis 2018
ছবি: Reuters/I. Filks

সোমবার রয়েল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস অর্থনৈতিক বিজ্ঞানে ৫০তম এ পুরস্কারে বিজয়ীদের নাম ঘোষণা করে৷

নোবেলের প্রাইজমানি হিসেবে দুই বিজ্ঞানী পাবেন নয় মিলিয়ন সুইডিশ ক্রোনার বা প্রায় আট কোটি ছত্রিশ লাখ টাকা৷ এই অর্থ তাঁদেরকে ভাগ করে নিতে হবে৷

নর্ডহাউস ইয়েল বিশ্ববিদ্যালয় এবং রোমার নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের স্টার্ন স্কুল অফ বিজনেসের গবেষক৷ অর্থনীতিতে তাঁদের অবদানের স্বীকৃতি দিয়ে নোবেল কমিটি বলেছে, এই গবেষণা ‘‘আমাদের সময়ের সবচেয়ে মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়: বিশ্ব অর্থনীতির দীর্ঘকালীন টেকসই প্রবৃদ্ধি এবং মানুষের কল্যাণ৷''

অর্থনীতি ও জলবায়ু

‘জলবায়ু ও অর্থনীতির পারস্পরিক সম্পর্ক' ইস্যুটি নর্ডহাউসই সর্বপ্রথম সামনে নিয়ে আসেন৷ তিনি দেখান, রাষ্ট্র পরিচালনার নীতি নির্ধারণে এখন জলবায়ু পরিবর্তনের পরিমাণগত দিক নির্ণয় করা হচ্ছে৷ উদাহরণস্বরূপ তিনি তুলে ধরেন ‘কার্বন ট্যাক্সের' ধারণা৷

একই সাথে অর্থনৈতিক কার্যক্রম কিভাবে রসায়ন ও পদার্থবিজ্ঞানের সাথে সম্পর্কিত হয়েজলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখছে, সেটিও হাতেকলমে দেখিয়ে দেন নর্ডহাউস৷

রোমার ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে কাজ করেছেন৷ এন্ডোজেনাস গ্রোথ থিওরি তৈরিতে সহায়তা করেছেন তিনি৷

অর্থনীতির বিশেষ নোবেল

বিধ্বংসী ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেল যে বিষয়গুলোতে পুরস্কার দেয়ার কথা বলে গিয়েছিলেন, তার মধ্যে ছিল না অর্থনীতির উল্লেখ৷ নোবেলের উইলে উল্লেখ করা পাঁচ বিষয় ছিল পদার্থবিদ্যা, রসায়ন, শরীরতত্ত্ব, সাহিত্য ও শান্তির নাম৷

১৯৬৯ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক রিকসবাংক এই পুরস্কার দেয়ার চল শুরু করে৷ ফলে অর্থনীতির নোবেলকে 'নোবেল মেমোরিয়াল প্রাইজ ইন ইকোনোমিক সায়েন্সেস' বলে উল্লেখ করা হয়৷

অর্থনীতির মধ্য দিয়ে শেষ হলো ২০১৮ সালের নোবেল পুরস্কার ঘোষণা৷ ৭০ বছরের ইতিহাসে এবারই প্রথম ঘোষণা হয়নি সাহিত্যের নোবেল৷

সুইডিশ অ্যাকাডেমির সাথে সম্পৃক্ত জ্যঁ-ক্লদ আর্নল্টের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পর এ সিদ্ধান্তের কথা জানানো হয়৷ তবে আগামী বছর একই সাথে দুই বছরের পুরস্কার ঘোষণা করা হবে বলেও জানিয়েছে সুইডিশ অ্যাকাডেমি৷

এডিকে/এসিবি (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান