1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শান্তিতে নোবেল পাচ্ছেন নাদিয়া ও মুকওয়েগে

৫ অক্টোবর ২০১৮

শান্তিতে নোবেল পাচ্ছেন ইরাকের নাদিয়া মুরাদ ও কঙ্গোর ডাঃ ডেনি মুকওয়েগে৷ আইএস এর হাতে ধর্ষণসহ যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন মুরাদ৷ আর গণধর্ষণের শিকার নারীদের চিকিৎসা দিয়ে হুমকির মুখে দেশ ছাড়তে হয়েছিল মুকওয়েগেকে৷

https://p.dw.com/p/3631f

শুক্রবার নরওয়ের নোবেল ইনস্টিটিউটে কঙ্গোর চিকিৎসক ডেনি মুকওয়েগে ও কুর্দি মানবাধিকারকর্মী নাদিয়া মুরাদকে ২০১৮ সালের নোবেল শান্তি পুরস্কারের বিজয়ী ঘোষণা করা হয়৷ যুদ্ধকালীন সময়ে যৌন সহিংসতা প্রতিরোধে স্মরণীয় অবদানের জন্য তাঁদের এই পুরস্কার দেওয়া হয়েছে৷

পেশায় মুকওয়েগে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ৷ যিনি যুদ্ধে ধর্ষিত মহিলাদের চিকিৎসার জন্য বুকাভু শহরে একটি হাসপাতাল গড়ে তোলেন৷

২০১৬ সালের সেপ্টেম্বরে নাদিয়াকে মানবপাচারের শিকারদের মর্যাদা আদায়ের জন্য গড়া সংস্থার বিশেষ দূত ঘোষণা করে জাতিসংঘ৷ ২৫ বছর বয়সি ইয়াজিদি তরুণী নাদিয়া মুরাদ আইএস এর হাতে ধর্ষণসহ যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন৷ শান্তিতে নোবেল পাওয়া দ্বিতীয় সর্বকনিষ্ঠ ব্যক্তি তিনি৷ এর আগে, পাকিস্তানি মানবাধিকারকর্মী মালালা ইউসুফজাই ১৭ বয়সে শান্তিতে নোবেল পান৷

১৮৬৯ সালে সুইডিশ শিল্পপতি ও অস্ত্রনির্মাতা আলফ্রেড নোবেলের ইচ্ছায় দেয়া শুরু হয় এই পুরস্কার৷ নয় মিলিয়ন সুইডিশ ক্রোনার মূল্যের শান্তি পুরস্কারের জন্য এবার মোট ২১৬ জন ব্যক্তি ও ১১৫টি প্রতিষ্ঠান মনোনীত হয়েছিল৷

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এই ‘মহৎ বিজয়ীদ্বয়’ কে অভিনন্দন জানান এবং জার্মান সরকারের পক্ষ থেকে বিজয়ীদের সম্মান জানিয়ে তাঁর মুখপাত্র, স্টেফেন সাইবার্ট বলেন, যে মুকওয়েজি এবং নাদিয়া ‘ক্রন্দনরত মানবতার প্রতীক'৷

এসএস/এসিবি (এপি,রয়টার্স)