রায়ে প্রত্যাশা মেটেনি
৬ ফেব্রুয়ারি ২০১৩মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধারা৷ এ রায়ের প্রতিবাদ জানিয়ে হাইকোর্টের বাইরে বিক্ষোভ করছেন তাঁরা৷ তাঁরা বলেন, এতদিন জামায়াতের দেশে-বিদেশে লবিস্ট নিয়োগের যে কথা আমরা শুনে আসছিলাম, এই রায়ের মধ্য দিয়ে তা প্রমাণিত হলো৷ মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবার যে রায় প্রত্যাশা করেছিল এতে তার প্রতিফলন হয়নি বলে মনে করেন তাঁরা৷
একাত্তরের ঘাতক দালাল নিমূল কমিটির সহ-সভাপতি অধ্যাপক মুনতাসির মামুন বলেন, এই রায়ের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের পরাজয় ঘটল৷ তিনি বলেন, কাদের মোল্লার যদি মৃত্যুদণ্ড না হয়, তাহলে অন্যদের ৫ বছর, ১০ বছর করে কারাদণ্ড হবে, যা জাতি কখনই মেনে নিতে পারে না৷
মানবতাবিরোধী অপরাধের মামলায় আবদুল কাদের মোল্লাকে দেয়া যাবজ্জীবন কারাদণ্ডের রায় ভুয়া বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধে শহিদ সাংবাদিক খন্দকার আবু তালেবের ছেলে ও মেয়ে৷ তাঁরা বলেন, এই শাস্তি অতি নগণ্য৷ তাই এ রায় কোনোভাবেই মেনে নেয়া যায় না৷ তাঁরা আরও বলেন, আদালতের প্রতি আস্থা আছে৷ তাই আশা করছি, সরকার যখন আপিল করবে, তখন যেন কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয়৷
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, এই রায় তারা মেনে নিতে পারেন নি৷ আদালতের প্রতি সম্মান দেখিয়ে তিনি বলেন, জাতির প্রত্যাশা অনুযায়ী রায় ঘোষিত হয়নি৷
আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, প্রসিকিউশন পক্ষ প্রয়োজন মনে করলে উচ্চ আদালতে আপিল করতে পারে৷ রায় পুরোপুরি না দেখে বেশি কিছু মন্তব্য করতে চাননি তিনি৷ আর আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, জাতির প্রত্যাশা অনুযায়ী রায় হয়নি৷ তাই এ রায় তিনি প্রত্যাখান করছেন৷
প্রধান বিরোধী দল বিএনপি অবশ্য এই রায়ের ব্যাপারে কোনো প্রতিক্রিয়াই দেয়নি৷