জাতিসংঘে মিয়ানমারের ‘মিথ্যাচারে’ ক্ষুব্ধ বাংলাদেশ
৩০ সেপ্টেম্বর ২০২০একটি জঙ্গি গোষ্ঠী ও তার সমর্থকদের কারণে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রত্যাবর্তন সম্ভব হচ্ছে না বলে উল্লেখ করেছেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অফিসের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কিয়াও টিনট সোয়ে৷ জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভার্চুয়াল বক্তব্যে এমন দাবি করেন তিনি৷ টিনট সোয়ে বলেন, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি-আরসা এবং আরাকান আর্মির গেরিলা বাহিনী মিয়ানমারের বিরুদ্ধে তাদের কার্যকলাপে বাংলাদেশকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করছে৷
সাধারণ অধিবেশনে দেয়া মিয়ানমারের এই বক্তব্যে বাংলাদেশের একজন কূটনীতিক প্রতিবাদ জানিয়েছেন বলে উল্লেখ করেছে বার্তা সংস্থা এপি৷ মিয়ানমারের উপস্থাপন করা তথ্য প্রত্যাখ্যান করে একে ‘দেশটির আরেকটি নির্লজ্জ মিথ্যাচার’ হিসেবে অভিহিত করেছেন তিনি৷ মিয়ানমারের সন্ত্রাসীদের বাংলাদেশ আশ্রয় দিচ্ছে, এমন দাবি উড়িয়ে দেন ঐ কর্মকর্তা৷
২০১৭ সালের নভেম্বরে কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে দুই দেশের মধ্যে একটি চুক্তি হয়েছিল৷ তিন বছর পেরিয়ে গেলেও এখনো কোনো রোহিঙ্গাকে ফেরত পাঠানো সম্ভব হয়নি৷
তবে টিনট সোয়ে দাবি করেছেন, মিয়ানমার বাংলাদেশের ভালো প্রতিবেশী হতে চায় এবং ‘যাচাইকৃতদের (রোহিঙ্গা) স্বেচ্ছায়, নিরাপদ ও সম্মানজনক উপায়ে’ ফিরিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ তারা৷ এক্ষেত্রে আন্তর্জাতিক চাপ নিরর্থক বলে উল্লেখ করেন তিনি৷ তিনি জানান, তার দেশ মনে করে যথাযথ প্রক্রিয়া এবং তথ্য প্রমাণ ছাড়াই তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় ‘গুরুতর অভিযোগ’ করছে৷
এদিকে বাংলাদেশের সংবাদ সংস্থা ইউএনবি ঢাকার একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে জানায়, মিয়ানমার সরকারকে মিথ্যাচার, অপপ্রচার বন্ধ করে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে প্রকৃত রাজনৈতিক সদিচ্ছা প্রকাশে জাতিসংঘের মাধ্যমে আহ্বান জানানো হয়েছে৷ তিনি বলেন, ‘‘আমরা কোনো সন্ত্রাসীকে আমাদের মাটি ব্যবহারের সুযোগ দেই না৷ মিয়ানমারের উচিত, তাদের নিজেদের ভুলগুলো দেখা৷’’
এফএস/এসিবি (এপি, ইউএনবি)