জাতিসংঘের সরাসরি তদারকি চায় ইউক্রেন
১৯ ফেব্রুয়ারি ২০১৫গত ২৪ ঘণ্টায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ডেবাল্টসেভে শহরে কমপক্ষে ১৪ জন ইউক্রেনীয় মারা গেছে৷ রুশপন্থি বিদ্রোহীদের প্রচণ্ড আক্রমণের মুখে সেখান থেকে সৈন্য প্রত্যাহার শুরু করেছে ইউক্রেন৷ ইউক্রেনের এক সামরিক কর্মকর্তা জানান, ইতিমধ্যে সেখান থেকে তাদের ৯০ ভাগ্য সৈন্যই প্রত্যাহার করে নেয়া হয়েছে৷ মিনস্কে সাক্ষরিত শান্তি চুক্তি অনুযায়ী পূর্ব ইউক্রেনে যুদ্ধরত দুই পক্ষ, অর্থাৎ ইউক্রেন এবং রুশপন্থি বিদ্রোহীদের ইতিমধ্যে যুদ্ধ থামানোর কথা৷ পাশাপাশি যুদ্ধাঞ্চল থেকে ভারি অস্ত্রও সরিয়ে নেয়ার কথা৷
অথচ ডেবাল্টসেভে শহরে এখনো হামলা চালিয়ে যাচ্ছে বিদ্রোহীরা৷ তারা বলছে, মিনস্কে যে চুক্তি সাক্ষরিত হয়েছে তাতে ডেবাল্টসেভের উল্লেখ নেই, সুতরাং ওই এলাকায় যুদ্ধ চলতেই পারে৷
এদিকে শান্তি চুক্তি বাস্তবায়ন সরাসরি পর্যবেক্ষণের জন্য জাতিসংঘের তদারকির দাবি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো৷ তবে রুশপন্থি বিদ্রোহীদের নেতা ডেনিস পুশলিন এ দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, ‘‘এমন কিছু করা হলে তা অবশ্যই মিনস্ক চুক্তি বাস্তবায়নের পথে অন্তরায় হবে৷''
রাশিয়াও জাতিসংঘের সরাসরি তদারকি সমর্থন করছে না৷ জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন বলেছেন, ‘‘কেউ যদি যেসব বিষয়ে সায় দিয়ে স্বাক্ষর করেছেন, সেসব কাজ শুরু না করে নতুন কিছুর প্রস্তাব দেন, তাহলে আসলে তিনি মিনস্ক চুক্তি ধংস করে দিতে চান এমন সন্দেহই জাগে৷ ''
এসিবি/ডিজি (এএফপি, রয়টার্স)