1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাতিসংঘের সরাসরি তদারকি চায় ইউক্রেন

১৯ ফেব্রুয়ারি ২০১৫

যুদ্ধ বিরতি চুক্তি কার্যকর করার সময় শুরু হলেও রুশপন্থি বিদ্রোহীরা যুদ্ধ চালিয়ে যাচ্ছে৷ ডেবাল্টসেভে শহরে ব্যাপক হামলা চালিয়েছে তারা৷ জাতিসংঘের সরাসরি তদারকি দাবি করেছে ইউক্রেন৷ রুশ বিদ্রোহীরা এর বিরুদ্ধে৷

https://p.dw.com/p/1EePr
Ukraine Sitzung des Nationalen Sicherheitsrats in der Ukraine 25.01.2015
ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কোছবি: picture-alliance/dpa/M.Lazarenko

গত ২৪ ঘণ্টায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ডেবাল্টসেভে শহরে কমপক্ষে ১৪ জন ইউক্রেনীয় মারা গেছে৷ রুশপন্থি বিদ্রোহীদের প্রচণ্ড আক্রমণের মুখে সেখান থেকে সৈন্য প্রত্যাহার শুরু করেছে ইউক্রেন৷ ইউক্রেনের এক সামরিক কর্মকর্তা জানান, ইতিমধ্যে সেখান থেকে তাদের ৯০ ভাগ্য সৈন্যই প্রত্যাহার করে নেয়া হয়েছে৷ মিনস্কে সাক্ষরিত শান্তি চুক্তি অনুযায়ী পূর্ব ইউক্রেনে যুদ্ধরত দুই পক্ষ, অর্থাৎ ইউক্রেন এবং রুশপন্থি বিদ্রোহীদের ইতিমধ্যে যুদ্ধ থামানোর কথা৷ পাশাপাশি যুদ্ধাঞ্চল থেকে ভারি অস্ত্রও সরিয়ে নেয়ার কথা৷

অথচ ডেবাল্টসেভে শহরে এখনো হামলা চালিয়ে যাচ্ছে বিদ্রোহীরা৷ তারা বলছে, মিনস্কে যে চুক্তি সাক্ষরিত হয়েছে তাতে ডেবাল্টসেভের উল্লেখ নেই, সুতরাং ওই এলাকায় যুদ্ধ চলতেই পারে৷

এদিকে শান্তি চুক্তি বাস্তবায়ন সরাসরি পর্যবেক্ষণের জন্য জাতিসংঘের তদারকির দাবি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো৷ তবে রুশপন্থি বিদ্রোহীদের নেতা ডেনিস পুশলিন এ দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, ‘‘এমন কিছু করা হলে তা অবশ্যই মিনস্ক চুক্তি বাস্তবায়নের পথে অন্তরায় হবে৷''

রাশিয়াও জাতিসংঘের সরাসরি তদারকি সমর্থন করছে না৷ জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন বলেছেন, ‘‘কেউ যদি যেসব বিষয়ে সায় দিয়ে স্বাক্ষর করেছেন, সেসব কাজ শুরু না করে নতুন কিছুর প্রস্তাব দেন, তাহলে আসলে তিনি মিনস্ক চুক্তি ধংস করে দিতে চান এমন সন্দেহই জাগে৷ ''

এসিবি/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য