1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান দলের বাংলাদেশি ভক্ত

১০ জুন ২০১৪

জার্মানির ফুটবল দল এবার বিশ্বকাপ জিতবে – এমন আশা জার্মানরাই শুধু নন, করছেন বহু বাংলাদেশিও৷ বাংলাদেশে অনেক বাড়ির ছাদে তাই ব্রাজিল, আর্জেন্টিনার পাশাপাশি জার্মানির পতাকাও উড়ছে৷ সামাজিক যোগাযোগের সাইটগুলি থেকে কিছু উদাহরণ৷

https://p.dw.com/p/1CFQz
Bangladesch FIFA WM 2014 Flaggen Stimmung
ছবি: Munir Uz Zaman/AFP/Getty ImagesMUNIR UZ ZAMAN/AFP/Getty Images

পরিসংখ্যান অনুযায়ী, এখন অবধি তিনবার বিশ্বকাপ জয় করেছে জার্মানি৷ এই জয় আর্জেন্টিনার তুলনায় একবার বেশি আর ব্রাজিলের তুলনায় দু'বার কম৷ অতীত রেকর্ড আর বর্তমান জার্মান দলের অবস্থান আশাবাদী করে তুলেছে অনেককেই৷ এঁদেরই একজন কথা সাহিত্যিক, সাংবাদিক আনিসুল হক৷ ফেসবুকে তিনি লিখেছেন, ‘‘বিশ্বকাপে এবার চ্যাম্পিয়ন হওয়ার ‘চান্স' বেশি জার্মানি, আর্জেন্টিনা, স্পেন ও ব্রাজিলের৷ জার্মানি ও আর্জেন্টিনার ফাইনাল হতে পারে৷''

বলাবাহুল্য, জার্মান দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় মার্কো রয়েস ইনজুরির কারণে মূল দল থেকে বাদ পড়েছেন৷ বিষয়টি নিয়ে চিন্তিত হক৷ তিনি লিখেছেন, ‘‘...কিন্তু জার্মানির এক নম্বর খেলোয়াড় ইনজুরড৷ মারকো রিয়ুস (উচ্চারণ ঠিক জানি না)৷ সেক্ষেত্রে ব্রাজিলের ফাইনালে খেলার চান্স বেশি৷ তাহলে কি ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল৷ ওরা তো হেসে খেলে হেরে জিতে জার্সি বদল করবে৷ বাঙালি তো মারামারি করে নিজেরা অকারণে মরবে৷ কী যে হবে...৷''

সামহয়্যার ইন ব্লগে অনিরুদ্ধ ইসলামের লেখার শিরোনাম, ‘‘বিশ্বকাপ কিংবদন্তি: জার্ড মুলার (গের্ট ম্যুলার)৷'' প্রথম আলো অনলাইনে এই লেখক মাঝেমাঝে তাঁর লেখা ব্লগেও শেয়ার করেন৷ জার্মান ফুটবলের কিংবদন্তি গের্ট ম্যুলার সম্পর্কে তিনি আরো লিখেছেন, ‘‘বোম্বার নিজের সেরাটা উপহার দেন ১৯৭০-এর বিশ্বকাপে৷ মাত্র ৬ ম্যাচেই করে ফেলেন ১০ গোল, যার মধ্যে বুলগেরিয়া এবং পেরুর সাথে পর পর দুই ম্যাচে করেন দুটি দর্শনীয় হ্যাট্রিক৷''

এদিকে, বাংলাদেশের দর্জিরা এখন ব্যস্ত বিভিন্ন দেশের পতাকা বানাতে৷ সামহয়্যার ইন ব্লগে এ সংক্রান্ত কয়েকটি ছবি প্রকাশ করেছেন শাহ আজিজ৷ তিনি লিখেছেন, ‘‘চারিদিকে বিশ্বকাপের প্রিয় দলের পতাকা সেলাই বেশ জোরসে চলছে৷ যারা পতাকা ফেরি করে বেঁচে তাদের অর্ডার একদিকে চলছে৷ অন্যদিকে চলছে বিশাল পতাকা তৈরির অর্ডারি কাজ, এটাতে লাভ বেশি, পার্টি ভালোবেসে দু'টাকা বেশি দিচ্ছে৷''

Bangladesch FIFA WM 2014 Flaggen Stimmung
ঢাকায় বাড়ির ছাদে উড়ছে বিভিন্ন দেশের পতাকাছবি: Munir Uz Zaman/AFP/Getty ImagesMUNIR UZ ZAMAN/AFP/Getty Images

আজিজ লিখেছেন, ‘‘রাস্তা ঘাটে প্রিয় দলের পতাকা উড়ছে৷ আর্জেন্টিনা আর ব্রাজিলের বেশি৷ এখনো জার্মানি দলের পতাকা দেখিনি, তবে আমি নিজে একটা লাগাব৷''

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য