1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ব্যবসা-বাণিজ্যজার্মানি

জার্মানিতে আবারও বেড়েছে মূল্যস্ফীতি

৯ ফেব্রুয়ারি ২০২৩

কয়েক মাসের নিম্নগতির পর জার্মানিতে মূল্যস্ফীতি আবার উর্ধ্বমুখী৷ ফেব্রুয়ারি ও মার্চেও এই ধারা অব্যাহত থাকবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা৷

https://p.dw.com/p/4NIX2
গত ডিসেম্বরে মূল্যস্ফীতির হার ছিল আট দশমিক ছয় শতাংশ৷ছবি: Sven Hoppe/dpa/picture alliance

জানুয়ারিতে জার্মানিতে জীবন যাত্রার ব্যয় এক বছর আগের চেয়ে আট দশমিক সাত শতাংশ বেড়েছে৷ জার্মানির ফেডারেল পরিসংখ্যান দপ্তরের প্রাথমিক উপাত্তে এই তথ্য পাওয়া গেছে৷ গত ডিসেম্বরে মূল্যস্ফীতির এই হার ছিল আট দশমিক ছয় শতাংশ৷

জানুয়ারিতে মূল্যস্ফীতির হার বাড়লেও তা বিশ্লেষকদের আশঙ্কার চেয়ে কম ছিল৷ এই হার আট দশমিক নয় শতাংশ হতে পারে বলে ধারণা দিয়েছিল গবেষণা প্রতিষ্ঠান ফ্যাক্টসেট৷

এদিকে জার্মানিতে বাড়লেও ইউরোজোনে নভেম্বর, ডিসেম্বরের মতো মূল্যস্ফীতি হ্রাসের ধারা জানুয়ারিতেও অব্যাহত ছিল৷

উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধের পর জ্বালানির আকাশচুম্বি দরে ইউরোপজুড়ে মূল্যস্ফীতি উর্ধ্বমুখী হতে শুরু করে৷ তবে শীতের প্রকোপ কমায় এবং সরকারের নানামুখী উদ্যোগে দাম কমে আসে৷ এতে মূল্যস্ফীতির হারও কমতে শুরু করে৷

অর্থনীতিবিদ সেবাস্তিয়ান ডুলিয়েনের মতে, জার্মানির মূল্যস্ফীতির হার বৃদ্ধি সাময়িক ও প্রত্যাশিত৷ ফেব্রুয়ারিতেও তা কিছুটা বাড়তে পারে৷ তবে গ্যাসের দামে সরকারের ভর্তুকির কারণে পরবর্তীতে এই হার কমে আসবে৷ তিনি মনে করেন, মূল্যস্ফীতি দুই অঙ্কে পৌঁছানোর আশঙ্কাকে পেছনে ফেলে এসেছে ইউরোপের সবচেয়ে বড় এই অর্থনীতি৷

এফএস/এসিবি (এএফপি, রয়টার্স)