জার্মানিতে ইহুদি হওয়ার ভয়ঙ্কর বিপদ
১০ অক্টোবর ২০১৯ইহুদিদের ইয়ম কিপুর ছুটিতে ৭০ জনেরও বেশি নারী ও পুরুষ প্রার্থনা করে, গান গেয়ে দিনটি উদযাপন করতে পূর্ব জার্মানির এক সিনাগগে সমবেত হয়েছিলেন৷ উপাসনালয়ের নিরাপত্তা-দরজাই হ্যান্ড গ্রেনেড ও ব়্যাপিড ফায়ার রাইফেল নিয়ে আসা এক জার্মানের রক্তবন্যা বইয়ে দেয়ার চেষ্টা রুখে দিলো৷
ঘটনাটি ২০১৯ সালের নয় অক্টোবরের,অর্থাৎ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর ৮০ বছর পর, যে যুদ্ধে ৬০ লাখেরও বেশি ইহুদিকে হত্যা করা হয়েছিল৷ সিনাগগে গিয়ে প্রকাশ্যে উপাসনা করতে এখন নিশ্চয়ই ইহুদিদের আবার ভয় করবে৷
ভিডিওগেমের প্ল্যাটফর্মে প্রচার
এই বিষয়টি জার্মানি সম্পর্কে কী বার্তা দেয়? এমন ঘটনার দৃশ্য হেলমেটে লাগানো ক্যামেরায় ধারণ করে ইন্টারনেটের মাধ্যমে ভিডিওগেম প্ল্যাটফর্মে প্রচার করা হয়, কিছু মানুষ তা আবার দেখেন — এ থেকে কী বোঝা যায়? ক্রাইস্টচার্চের হামলাকারীর মতো এখানকার লোকটিও হামলা শুরুর আগে তা প্রচার শুরু করে আর সারা বিশ্বের দর্শকদের উদ্দেশ্যে বলে, ‘‘সব সমস্যার মূলে ইহুদিরা৷''
ক্ষয়ক্ষতির তুল্যমূল্য বিচার হয় না এবং কখনোই তা করা যাবে না৷ সুতরাং, খুনি যে নারী এবং যে পুরুষকে নির্মমভাবে হত্যা করেছে তাঁদের স্বজনদের প্রতি সমবেদনা৷
তবে মূল জায়গা থেকে দৃষ্টি সরিয়ে রাখলে চলবে না৷ ভুলে গেলে চলবে না যে, একটু এদিক-সেদিক হলে বুধবার জার্মানিতে সবচেয়ে বড় মাত্রার ইহুদি নারী-পুরুষ-হত্যার ঘটনা দেখতে হতো আমাদের৷
শুধু ইসলামিস্টদের মাঝে সীমাবদ্ধ নয়
এ ঘটনা একটি বিষয় আবার পরিষ্কার বুঝিয়ে দিলো যে, ইহুদিবিদ্বেষ শুধু মুসলিম সন্ত্রাসীদের মাঝেই বাড়ছে না৷ এখনো যারা এমন কথা বলবেন, তারা মিথ্যা বলবেন এবং তারা নিশ্চয়ই বাস্তবতাকে এড়িয়ে যেতে চান৷ এ ঘটনায় নাৎসি আমল শেষ হওয়ার প্রায় ৭৫ বছর পরও যে জার্মানিতে ইহুদিদের প্রতিষ্ঠানে নিরাপত্তা দেয়া খুব দরকার, তা-ও বোঝা গেল৷ ইয়ম কিপুরের মতো ছুটির দিনেও সিনাগগে নিরাপত্তা জোরদার না করায় প্রশ্নটি আরো বড় হয়ে দেখা দিয়েছে৷
এই (হামলার) অপরাধ প্রমাণ করল যে, ইহুদি-বিদ্বেষের খুব ছোট কোনো ইঙ্গিতকেও গুরুত্ব দেয়া দরকার, তারও তদন্ত হওয়া দরকার৷ইসরায়েলের পতাকা পোড়ানো কিংবা ইয়ামুলকে (কিপা) পরে ধর্মবিশ্বাস প্রকাশ করায় কাউকে অপদস্থ করা— কোনো ঘটনাকেই ছোট করে দেখা যাবে না৷
ইহুদিবিদ্বেষকে ছোট করে দেখা উচিত হবে না৷ একটু ইহুদিবিদ্বেষী বলে আসলে কিছু হয় না৷ কোথাও হয় নাা, বিশেষ করে জার্মানিতে তো নয়ই৷
ইনেস পোল/এসিবি