1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে সিনাগগের কাছে গুলিতে দু'জন নিহত

৯ অক্টোবর ২০১৯

জার্মানির হালে শহরে ইহুদিদের উপাসনালয় সিনাগগের কাছে গুলি ও গ্রেনেড হামলায় দু'জন নিহত হয়েছেন৷ একজনকে গ্রেপ্তার করা হয়েছে৷

https://p.dw.com/p/3QzAZ
Deutschland Schüsse in Halle
ছবি: picture-alliance/dpa/S. Willnow

সিনাগগের নিরাপত্তা কর্মীরা এক-দুইজন সশস্ত্র ব্যক্তিকে সিনাগগে প্রবেশে বাধা দিতে সক্ষম হয়েছেন বলে ‘স্পিগেল'কে জানিয়েছেন স্থানীয় ইহুদি সম্প্রদায়ের নেতা মাক্স প্রিভোরোৎসকি৷

তিনি জানান, ঘটনার সময় সিনাগগে ৭০-৮০ জন প্রার্থনাকারী ছিলেন৷ ইহুদি ধর্মে বছরের সবচেয়ে পবিত্র দিন ‘ইয়ম কিপুর’ উপলক্ষ্যে তাঁরা সিনাগগে গিয়েছিলেন৷

একের অধিক হামলাকারী এখনও পালিয়ে থাকতে পারে বলে স্থানীয়দের সাবধানে থাকার পরামর্শ দিয়েছে পুলিশ৷

জেডএইচ/কেএম (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য