উদ্বাস্তু আবাসনের উপর হামলা কমেছে
২৫ ডিসেম্বর ২০১৭২০১৫ সালে জার্মানি লক্ষ লক্ষ অভিবাসীদের জন্য তার সীমান্ত খুলে দেয়৷ তার পর পর এদেশে উদ্বাস্তু আবাসনের উপর হামলার ঘটনা চরমে পৌঁছায়৷ কিন্তু সে যাবৎ ঐ সংখ্যা কমতির দিকে৷
ডিসেম্বরের মাঝামাঝি অবধি এ বছর জার্মানিতে উদ্বাস্তু আবাসনের উপর ২৬৪টি আক্রমণের ঘটনা ঘটেছে, বলে ফেডারাল ক্রিমিন্যাল পুলিশ অফিস (বিকেএ) জানিয়েছে৷ এই পরিসংখ্যান গত শুক্রবারের ‘ফ্রাংকফুর্টার রুন্ডশাউ' পত্রিকায় প্রকাশিত হয়৷
বিকেএ-র রিপোর্ট অনুযায়ী তার মধ্যে ২৫১টি আক্রমণের জন্য দক্ষিণপন্থি চরমপন্থিরা দায়ী৷ বাকি ১৩টি ঘটনার জন্য পুলিশ এখনও কোনো রাজনৈতিক অভিসন্ধির সম্ভাবনা পুরোপুরি বাদ দিতে পারছে না৷
হামলার ঘটনাগুলির অধিকাংশ ছিল দেয়াল লিখন বা সম্পত্তির ক্ষতি৷ তবে অগ্নিসংযোগের ১৩টি ঘটনা ঘটেছে ও দু'টি ঘটনায় বিস্ফোরক ব্যবহার করা হয়েছে৷
তা সত্ত্বেও ২০১৭ সালের পরিসংখ্যান এর আগের দু'বছরের তুলনায় লক্ষণীয়ভাবে কম৷ ২০১৬ সালে কর্তৃপক্ষ উদ্বাস্তু আবাসনের উপর ৯৯৫টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আক্রমণের ঘটনা নথিভুক্ত করেন, যার মধ্যে ১৬৯টি ঘটনায় সহিংসতার ভূমিকা ছিল৷
২০১৫ সালে উদ্বাস্তু আবাসনের উপর হামলার সংখ্যা ছিল ১,০৩১, যার প্রায় সব ক'টি ঘটনা ঘটে বছরের দ্বিতীয়ার্ধে, জার্মানি সংঘাত পীড়িত মধ্যপ্রাচ্য থেকে পলাতক উদ্বাস্তুদের জন্য তার সীমান্ত খুলে দেবার পর৷
হামলার সংখ্যা পর পর দু'বছর কমলেও, উদ্বাস্তু সংকটের আগের পরিস্থিতির তুলনায় তা আজও অনেক বেশি৷ ২০১৪ সালে জার্মানিতে উদ্বাস্তু আবাসনের উপর আক্রমণের সংখ্যা ছিল ১৯৯; তার আগের বছর, অর্থাৎ ২০১৩ সালে মাত্র ৬৯টি এই ধরণের ঘটনা ঘটে৷ এছাড়া উদ্বাস্তু সংকটের আগে অধিকাংশ ক্ষেত্রে হামলার কারণ ছিল অরাজনৈতিক৷
বহু উদ্বাস্তু আবাসন খালি পড়ে রয়েছে
দু'বছর আগে উদ্বাস্তু সংকট যখন চরমে, তখন জার্মান কর্তৃপক্ষ দ্রুত নিত্যনতুন উদ্বাস্তু আবাসন খোলার কাজে ব্যস্ত ছিলেন৷ আজ কিন্তু সেই সব আবাসনের অনেকগুলি খালি পড়ে রয়েছে, বিশেষ করে গ্রামাঞ্চলে৷ এর কারণ, জার্মানিতে উদ্বাস্তুদের আগমন কমেছে৷ ২০১৭ সালের প্রথম ছ'মাসে প্রায় ৯০,০০০ রাজনৈতিক আশ্রয়প্রার্থী জার্মানিতে আসেন; বাকি ছ'মাসেও তাদের সংখ্যা মোটামুটি একই থাকবে, বলে ধরে নেওয়া হচ্ছে – যা কিনা এর আগের বছরগুলির তুলনায় অনেক কম৷
মুশকিল এই, যে এর ফলে বহু উদ্বাস্তু আবাসন খালি পড়ে থাকছে – যেমন নর্থরাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের উদ্বাস্তু আবাসনগুলির এক-তৃতীয়াংশ খালি পড়ে রয়েছে, বলে ডাব্লিউডিআর টেলিভিশন সংস্থা জানিয়েছে৷ ওদিকে এই খালি উদ্বাস্তু আবাসনগুলির দেখাশোনার খরচ ক্রমাগত বেড়ে চলেছে৷ দ্বিতীয়ত, উদ্বাস্তুদের দেখাশোনার জন্য রাজ্যের নগর প্রশাসনগুলি উদ্বাস্তু প্রতি ১০,৪০০ ইউরো অনুদান পেয়ে থাকে৷ কম উদ্বাস্তু আসার অর্থ, এই বরাদ্দও কমবে৷ অপরদিকে যে সব উদ্বাস্তু জার্মানিতে অবস্থানের অধিকার পেয়েছেন, তাদের জন্য সুযোগ্য বাসস্থানের ব্যবস্থা করাটাও একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে৷
সব মিলিয়ে বলা যেতে পারে যে, উদ্বাস্তু আবাসনের উপর হামলা কমার পিছনে সবচেয়ে বড় কারণ সম্ভবত উদ্বাস্তুদের আগমনের সংখ্যা কমা৷ অপরদিকে উদ্বাস্তুদের স্থায়ী আবাসনের সমস্যাটা নতুন আকার ধারণ করেছে৷
এসি/ডিজি (ডিপিএ, এএফপি, ইপিডি)