1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে কট্টর ডানপন্থি দলের সদস্য ৯ পুলিশ

২৫ নভেম্বর ২০২০

নর্থরাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের নয় পুলিশ কর্মকর্তা কট্টর ডানপন্থি দলের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে৷ মঙ্গলবার ওই রাজ্যের কয়েকটি শহরে তল্লাশির পর এই তথ্য জানানো হয়েছে৷

https://p.dw.com/p/3lnYK
জার্মান পুলিশের গাড়ি
ছবি: K. Schmitt/Fotostand/picture-alliance

পুলিশ সন্দেহ করছে, চরমপন্থি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য ছিলেন এই ৯ জন৷ এই গ্রুপের সঙ্গে জড়িতদের খুঁজতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল মঙ্গলবার ভোরে৷ এসেন, ম্যুলহাইম, রুহ এবং ফেলবার্ট শহরের বিভিন্ন অ্যাপার্টমেন্টে এই তল্লাশি অভিযান চালানো হয়েছে৷

১৭ ধরনের জিনিস জব্দ করা হয়েছে এসব অ্যাপার্টমেন্ট থেকে৷ এগুলোর মধ্যে আছে সেলফোনসহ অন্য ইলেকট্রনিক্স৷ বিভিন্ন ছবি ও ভিডিও সংগ্রহ করা হয়েছে তথ্য বিশ্লেষণের জন্য৷ এই ৯ জন পুলিশ কর্মকর্তার অনলাইন কার্যক্রম সম্পর্কে তদন্ত করছে ডুইসবুর্গ পাবলিক প্রসিকিউটরের অফিস৷

নর্থরাইন ওয়েস্টফেলিয়া রাজ্যে মাত্র দুই মাস আগে অনলাইনে কট্টর ডানপন্থি প্রচারণা ছড়ানোর অভিযোগে ২৯ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে৷

এপিবি/কেএম (এএফপি, ডিপিএ)

১৭ আগস্টের ছবিঘরটি দেখুন...