1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডানপন্থিদের অপরাধের ঘটনা বেড়েছে

১৫ আগস্ট ২০১৯

এ বছরের প্রথম ছয় মাসে নব্য নাৎসি এবং অন্য ডানপন্থি সংগঠনগুলো জার্মানিতে মোট আট হাজার ৬০৫টি অপরাধমূলক ঘটনা ঘটিয়েছে৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া এ তথ্য অনুযায়ী, ২০১৮ সালের তুলনায় এ বছর ডানপন্থিদের অপরাধ অনেকটা বেড়েছে৷

https://p.dw.com/p/3NwsZ
Deutschland Stephan E. in Karlsruhe
ছবি: picture-alliance/dpa/U. Deck

জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন বলছে, ২০১৯ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সারা দেশে নব্য নাৎসি এবং অন্যান্য ডানপন্থি সংগঠনগুলোর সঙ্গে জড়িতরা মোট আট হাজার ৬০৫টি অপরাধকর্মে জড়িয়েছে৷ গত বছর একই সময়ে ডানপন্থিদের মোট অপরাধকর্ম ৯০০টি কম ছিল৷ প্রতিবেদনে জানানো হয়, অপরাধ বাড়লেও সহিংস হামলার সংখ্যা কম৷ ডানপন্থিদের হামলায় বছরের প্রথম ছয় মাসে কমপক্ষে ১৭৯জন আহত হয়েছেন৷ পুলিশকে জানানো অপরাধকর্মগুলোতে মোট দুই হাজার ৬২৫ জন জড়িত বলে সন্দেহ করা হলেও সেখান থেকে এ পর্যন্ত মাত্র ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷

ধারণা করা হয়, নথিভুক্ত অভিযোগ আট হাজার ৬০৫টি হলেও এ বছরের প্রথম ছয় মাসে ডানপন্থিদের প্রকৃত অপরাধের সংখ্যা অনেক বেশি৷ জার্মানির সরকারি গণমাধ্যম এআরডি এক প্রতিবেদনে জানিয়েছে, ডানপন্থিদের অনেক অপরাধের অভিযোগই পুলিশ ‘অরাজনৈতিক' হিসেবে নথিভুক্ত করে৷ কাসেলের আঞ্চলিক সরকার প্রধান ভাল্টার ল্যুবকেকে হত্যা করেছেন স্টেফেন ই. নামের এক ব্যক্তি৷ প্রাথমিকভাবে স্টেফেন জানান, আঙ্গেলা ম্যার্কেলের অভিবাসন-নীতির সমর্থক ছিলেন বলেই ল্যুবকেকে তিনি হত্যা করেছেন৷ ৪৫ বছর বয়সি স্টেফেন পরে এ্ই বক্তব্য থেকে সরে যান৷ আট হাজার ৬০৫টি অপরাধের মধ্যে এই হত্যাকাণ্ডেরও উল্লেখ নেই৷

এসিবি/কেএম (ইপিডি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য