‘জার্মানিতে পড়তে খুব ভালো ফলাফল প্রয়োজন নেই'
৬ আগস্ট ২০২০তরুণ গবেষক মোহাম্মদ রবিউল হোসেন জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের অধীনে বিশ্ববিদ্যালয় ক্লিনিকের বায়োমেডিকেল সেন্টারে পোস্টডক করছেন৷ একইসঙ্গে আছেন জুনিয়র গ্রুপ লিডার ও লেকচারার পদে৷ জার্মানিতে হাতে গোণা কয়েকটি ইউনিভার্সিটি অফ এক্সেলেন্স রয়েছে৷ বন ইউনিভার্সিটি ক্লিনিক তার একটি৷ সেখানকার কার্ডিওলজি বিভাগে একমাত্র এশিয়ান রবিউল৷
বলা হয়ে থাকে, পিএইচডি করেও জার্মানিতে শিক্ষকতার বা গবেষণার চাকরি পাওয়া কঠিন৷ রবিউল সেখানে ব্যতিক্রম৷ তবে এখন সুযোগ আগের চেয়ে বেশি বলে মনে করেন তিনি৷
বাংলাদেশে রবিউল পড়তেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ে৷ জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগে৷ বিশ্ববিদ্যালয় পাশ করে চাকরিও শুরু করলেন৷ তখনই ভাবনা এল বিদেশে উচ্চশিক্ষার৷ তবে অনেকের মতই সুযোগ খোঁজা এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নেয়া সহজ ছিল না৷
২০১১ সালে জার্মানিতে আসেন রবিউল৷ এমনকি দুইটা মাস্টার্সও করেন৷ তারপর পিএইচডি৷ এখন করছেন পোস্টডক৷ জার্মানিতে পড়াশোনার মান ভালো এবং এখানে প্রতিষ্ঠানগুলোর গবেষণার সুযোগও বেশি বলে মনে করেন রবিউল৷ সে কারণেই উচ্চশিক্ষার জন্য তিনি বেছে নিয়েছেন জার্মানিকে৷
কোন স্কলারশিপের অধীনে জার্মানি আসেননি রবিউল৷ তিনি মনে করেন, জার্মানিতে পড়তে বা গবেষণায় যুক্ত হতে ভালো ফলাফলের চেয়ে ভালো জ্ঞান প্রয়োজন৷ উচ্চশিক্ষায় আগ্রহ আছে, অথচ কেমন করে প্রস্তুতি নিতে হবে জানেন না এমন শিক্ষার্থীদের জন্য কিছু পরামর্শ আছে তার৷
‘‘এখন অনেক সহজে তথ্য পাওয়া যায়৷ সেগুলো যোগাড় করতে হবে৷ বাংলাদেশ থেকে এখানে পড়াশোনার বিষয়ে সিদ্ধান্ত নেয়া কঠিন৷ তবে কোন শিক্ষার্থী যদি আপডেটেড থাকেন, তার পছন্দের ফিল্ডে সবশেষ গবেষণাগুলো সম্পর্কে৷ তিনি যদি সবসময় খোঁজখবর রাখেন, তাহলে এখানে এসে ভালো করা সম্ভব,'' বলেন রবিউল৷ তার মতে জার্মানিতে মাস্টার্স পর্যায়ে আসাটা সহজ এবং পরবর্তী ধাপগুলোতে পৌঁছা সম্ভব৷
কোন কিছুই সহজে আসে না৷ এর জন্য পরিশ্রম করতে হয়, এটাই রবিউলের মন্ত্র৷ গবেষণার কাজ ভালো লাগে তার৷ ভবিষ্যতেও তা চালিয়ে যেতে চান তিনি৷