জার্মানিতে ফক্সভাগেন কারখানায় শ্রমিক ধর্মঘট
৩ ডিসেম্বর ২০২৪ফক্সভাগেনের তিনটি প্ল্যান্ট বন্ধ এবং পেনশন সুবিধা কাটছাঁটের ঘোষণার বিরুদ্ধে আইজি মেটাল ইউনিয়নের ডাকে এই আন্দোলন শুরু হয়েছে।
সোমবার সকাল ৯:৩০ মিনিট থেকে শ্রমিকরা দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেন৷ রাতের শিফটে একই কর্মসূচি আবার পালন করা হয়।
আইজি মেটালের নেতা থর্সটেন গ্র্যোগার বলেন, "সতর্কতামূলক ধর্মঘট শুরু হয়েছে, এবং প্রয়োজনে এটি ফক্সভাগেনের ইতিহাসে সবচেয়ে কঠিন মজুরি সংঘাতে পরিণত হবে।"
এই আন্দোলন ফক্সভাগেনের বাজেটে ১৮ বিলিয়ন ইউরো কাটছাঁটের পরিকল্পনার প্রতিবাদে। বাজেট কমানোর অংশ হিসেবে কোম্পানি পেনশন সুবিধায় বড় পরিবর্তন আনতে চায় এবং জার্মানির মধ্যে তিনটি প্ল্যান্ট বন্ধ করার সিদ্ধান্ত নেয়।
ফক্সভাগেনের কর্মী পরিষদের নেত্রী ড্যানিয়েলা কাভালো বলেন, "এটি হয় সমঝোতার দিকে যাবে, নয়তো পরিস্থিতি আরো তীব্র হবে। আমরা উভয় পরিস্থিতির জন্য প্রস্তুত।"
টিআই/এসিবি (এএফপি/ডিপিএ)