জার্মানিতে ইহুদিবিদ্বেষ রোধে বিশেষ শিক্ষার আহ্বান
৭ নভেম্বর ২০১৮নতুন মুসলিম অভিবাসীদের মন থেকে ইহুদি বিদ্বেষ দূর করতে বিশেষ শিক্ষার আহ্বান জানিয়েছে জার্মানিতে ইহুদিদের কেন্দ্রীয় কাউন্সিল৷
কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট আবরাহাম লেহরের প্রোটেসটান্ট প্রেস সার্ভিসকে জানিয়েছেন, ‘‘অভিবাসীরা এখানে আসার সাথে সাথে তাদের মধ্যে ইহুদিবিদ্বেষ দমন করা না গেলে, তা চরম আকার ধারণ করবে৷ কেননা এই মানুষগুলো যখন এখানে স্থায়ী হয়ে যাবে, চাকুরি ও আবাসনের কোনো সমস্যা থাকবে না৷ তখন তারা তাদের মতামত প্রকাশ্যে বলা শুরু করবে৷ তাই এই অবস্থা প্রতিরোধে ‘ইন্টিগ্রেশন কোর্সে' ইহুদিবিদ্বেষ প্রতিরোধ সংক্রান্ত শিক্ষা অন্তর্ভুক্ত করতে হবে৷''
লেহরের বলেন, ‘‘জার্মানির বর্তমান পরিস্থিতি তাঁকে ভাইমার রিপাবলিক যুগের শেষের দিকের কথা মনে করিয়ে দেয়৷ কেননা সেসময় কট্টরপন্থা চরম আকার ধারণ করেছিল, বর্তমানে এএফডি-র উত্থানে সেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷'' ১৯২৯ সাল থেকে জার্মানিতে ইহুদিবিদ্বেষের উত্থান হয়, যা হিটলার এবং তার নাৎসি বাহিনীর সময় চরম আকার ধারণ করে৷
কেমনিৎসের ঘটনা উল্লেখ করে লেহরের বলেন, ‘‘কর্তৃপক্ষ সেসময় ইহুদিবিদ্বেষ রোধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি৷ ফলে এএফডি এমন একটা পরিস্থিতির সৃষ্টি করেছে, যার ফলেইহুদিবিদ্বেষ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এবং যে কোনো মানুষ প্রকাশ্যে তা জানান দিতে পারে৷''
অ্যালিস্টে ভাল্শ/এপিবি