শরণার্থীদের পাশে মুসলমানরা
২৯ মার্চ ২০১৭জার্মান ফাউন্ডেশন বের্টেলসমান স্টিফটুং শরণার্থীদের সহায়তার মাধ্যমে মুসলমান স্বেচ্ছাসেবীরা এক গুরুত্বপূর্ণ সেতুবন্ধন তৈরি করছে বলে মনে করে৷ সোমবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জার্মানিতে বসবাসরত মুসলমানদের মধ্যে ৪৪ শতাংশ গত বছর শরণার্থীদের জার্মান ভাষা শিক্ষা দেয়া, কাপড় দান এবং বিভিন্ন দাপ্তরিক ফর্মপূরণসহ নানাভাবে সহায়তা করেছেন৷
বের্টেলসমানের ‘এনগেজমেন্ট ফর রিফিউজিস - এ রিলিজিয়াস থিং’ শীর্ষক গবেষণায় একটি বিষয় পরিষ্কারভাবে ফুটে উঠেছে, আর তা হচ্ছে, যেসব মুসলমান শরণার্থীদের সহায়তা করছেন, তাদের মধ্যে মাত্র দুই শতাংশ ধর্মীয় উদ্দেশ্য নিয়ে অথবা শরণার্থীদের উগ্রবাদে উৎসাহ দেয়ার মানসিকতা নিয়ে তা করছেন৷ তবে সংখ্যাগরিষ্ঠরা তাদের স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের মাধ্যমে কার্যত অন্যান্য ধর্মের প্রতি উদার মানসিকতাকে উৎসাহ দিচ্ছেন৷
জার্মান ফাউন্ডেশনটির সমীক্ষায় শরণার্থীদের প্রতি জার্মানদের সামগ্রিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পাওয়া যাচ্ছে৷ এতে দেখা গেছে, যেসব জার্মান শরণার্থীদের বাসস্থানের আশেপাশে থাকেন, তারা শরণার্থীদের সহায়তায় বেশি আগ্রহী৷ আর যারা দূরে থাকেন, তাদের মধ্যে শরণার্থীদের সহায়তায় আগ্রহ কম৷
সমীক্ষায় দেখা যাচ্ছে, মুসলমানদের পাশাপাশি ২১ শতাংশ খ্রিষ্টানও শরণার্থীদের স্বেচ্ছাশ্রম দিয়েছেন৷ আর কোনোরকম ধর্মীয় সম্পৃক্ততা নেই, এমন মানুষদের ১৭ শতাংশও একই কাজ করেছেন৷ সামগ্রিকভাবে প্রায় এক পঞ্চমাংশ জার্মান গত বছর শরণার্থীদের জন্য কাজ করেছেন, যাদের মধ্যে অধিকাংশই নিয়মতি তাদের পাশে ছিলেন৷
বের্টেলসমানের প্রতিবেদনে শরণার্থীদের সহায়তায় আন্তধর্মীয় সহযোগিতা আরো বৃদ্ধির দিকে গুরুত্ব দিতে বলা হয়েছে৷ প্রতিবেদনটি তৈরির জন্য পরিচালিত সমীক্ষায় দেড় হাজার জার্মান অধিবাসীর পাশাপাশি জার্মানিতে বসবাসরত এক হাজার মুসলমানের সঙ্গেও কথা বলা হয়েছে৷
এআই/এসিবি (এএফপি, ইপিডি)