মিউনিখে সতর্কতা জারি
১ জানুয়ারি ২০১৬এবারের বর্ষবরণ উৎসবের সময় সন্ত্রাসী হামলার আশঙ্কা অন্যান্য বছরের তুলনায় বেশি ছিল৷ সুনির্দিষ্ট হামলার আশঙ্কায় বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পুলিশ স্বাভাবিক ছন্দে উৎসব পালন করতে দেয়নি৷ জার্মানির মিউনিখ শহরেও নাকি বেশ কয়েকটি আত্মঘাতী হামলার ছক কষছিল তথাকথিত ইসলামিক স্টেট জঙ্গিরা৷ পুলিশ শহরের মূল স্টেশন বন্ধ করে দেয়৷ অন্য একটি স্টেশনও বিচ্ছিন্ন করে দেওয়া হয়৷
সারারাত কোনো অপ্রিয় ঘটনা ঘটেনি৷ সকালে মিউনিখ পুলিশ টুইট করে সব ভুক্তভোগীদের শান্ত থাকার জন্য ধন্যবাদ জানিয়েছে৷ বিভিন্ন ভাষায় মানুষের সঙ্গে যোগাযোগ রাখছে পুলিশ৷
কিছু সূত্র অনুযায়ী প্যারিসের মতো শহরের বিভিন্ন জায়গায় একসঙ্গে হামলার ছক কষছিল আইএস জঙ্গিরা৷
বর্ষবরণ উৎসবে সেই ষড়যন্ত্র বানচাল হয়ে গেলেও বিপদ এখনো পুরোপুরি কাটেনি বলে মনে করছে স্থানীয় কর্তৃপক্ষ৷ বাভেরিয়ার রেডিও ও টেলিভিশন কেন্দ্র বিআর-এর সূত্র অনুযায়ী সাতজন ইরাকি শহরের দু'টি স্টেশনে আত্মঘাতী হামলার প্রস্তুতি নিচ্ছিল৷
ফরাসি ও মার্কিন গোয়েন্দা সূত্র থেকে মিউনিখ কর্তৃপক্ষকে হামলার বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছিল বলে দাবি করছে কিছু সূত্র৷
জার্মানির ‘ডেয়ার স্পিগেল' পত্রিকার ইংরাজি অনলাইন সংস্করণের এক প্রতিবেদন অনুযায়ী আইএস জার্মানিতে হামলা চালাতে জঙ্গি বাছাই করছে৷
এসবি/ডিজি (রয়টার্স)