জার্মানির কাস্টমস অফিসে ৬৫ কোটি টাকা চুরি
১২ নভেম্বর ২০২০রোববার জার্মানিতে দোকান-পাট, অফিস আদালত সব বন্ধ থাকে৷ আর এই সুযোগটাই নিয়েছে চোরেরা৷ এমারিশের কাস্টমস অফিসের আশেপাশের মানুষ ড্রিলের শব্দ শুনে বুঝতে পারেনি কি ঘটছে৷ কিন্তু যখন জানতে পারলেন অনেক দেরি হয়ে গেছে৷ চুরি হয়ে গেছে কাস্টমস অফিসের ৬৫ লাখ ইউরো৷
জার্মান তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার থেকে তারা তল্লাশি চালিয়ে যাচ্ছেন৷ পুলিশ বলছে, অনেকদিন ধরে পরিকল্পনা করে এই চুরি করা হয়েছে এবং চোরেরা খুব দক্ষ৷ ধারণা করা হচ্ছে অন্তত তিনজন এই ঘটনায় সরাসরি জড়িত৷ ড্রিল মেশিনের সাহায্যে ভল্ট খুলে ইউরো হাতিয়ে নিয়েছে তারা৷ বুধবার জার্মান পুলিশ সন্দেহভাজন একজনের ছবি প্রকাশ করে এই চুরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যের জন্য এক লাখ ইউরো পুরস্কার ঘোষণা করেছে৷
নভেম্বরের এক তারিখে সকাল ৯টায় স্থানীয়রা ড্রিলের শব্দ শুনতে পান বলে পুলিশকে জানিয়েছেন৷ প্রত্যক্ষদর্শীরা বলছেন, কালো পোশাক ও মুখ ঢাকা টুপি পরে তিন ব্যক্তি একটা বড় সাদা ভ্যান নিয়ে ওই ভবনের ভেতর প্রবেশ করে, পরে ওই ভ্যানে ভারি জিনিস তুলতে দেখা গেছে তাদের৷ এরপর ওই তিন ব্যক্তি ভ্যানে করে বেরিয়ে যাওয়ার পর অন্য আর একজনকে কাস্টমস অফিসের আশেপাশে চক্কর দিতে দেখা গেছে৷ একটু পরে ওই ব্যক্তি গাড়ি নিয়ে যে পথে ভ্যানটি গেছে সেদিকে চলে যায়৷
এমেরিশ শহরটির অবস্থান নেদারল্যান্ডস সীমান্তের কাছে৷ জার্মানি থেকে সড়ক ও রেলপথে এই সীমান্ত দিয়ে নেদারল্যান্ডসে অনেক মানুষ যাতায়াত করে৷ সম্প্রতি জার্মানির ব্যাংক এবং জাদুঘরে বেশ কয়েকটি বড় চুরির ঘটনা ঘটেছে৷
গত বছরের নভেম্বরে এই শহরেই গ্রিন ভল্টে বড় ধরনের অলংকার চুরির ঘটনা ঘটে৷ এছাড়া এ বছরের ফেব্রুয়ারিতে বার্লিনে জাদুঘর থেকে ১০০ গ্রাম সোনার মুদ্রা চুরির জন্য তিন ব্যক্তিকে কারাদণ্ড দেয়া হয়েছে৷
এপিবি/কেএম (এপি, এএফপি, ডিপিএ)