জার্মানির গাড়ি নির্মাতা ফল্কসভাগেনের সংকট কাটছে না
১০ ডিসেম্বর ২০২৪চলতি মাসে দ্বিতীয়বারের মতো কর্মবিরতিতে গেলেন ফল্কসভাগেনের কর্মীরা৷
উৎপাদন খরচ বাড়ায় এবং বাইরে থেকে, বিশেষ করে চীনা গাড়ি নির্মাতাদের কাছ থেকে শক্ত প্রতিযোগিতার মুখে পড়ায় ফল্কসভাগেনের লাভ অনেক কমে গেছে৷ সে কারণে জার্মানিতে থাকা ১০টি প্ল্যান্টের অন্তত তিনটি বন্ধ করে দিতে চাইছে কর্তৃপক্ষ৷ ঐ তিন প্ল্যান্টে বর্তমানে প্রায় এক লাখ ৩০ হাজার মানুষ কাজ করছেন৷ কর্তৃপক্ষের এমন ইচ্ছের প্রতিবাদে বিক্ষোভ করছেন ফল্কসভাগেনের কর্মীরা৷
ইতিমধ্যে কর্তৃপক্ষের সঙ্গে চারবার বৈঠক করেছেন শ্রমিক ইউনিয়নের নেতারা৷ সবশেষ বৈঠকটি হয়েছে সোমবার৷ সেদিন সাত ঘণ্টা কথা বলেও কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি৷ পরবর্তী আলোচনা হবে ১৬ ডিসেম্বর৷
শ্রমিক ইউনিয়নের সঙ্গে আলোচনায় বসা ফল্কসভাগেনের প্রতিনিধি দলের মূল আলোচক আর্নে মাইসভিঙ্কেল বলেন, প্রতিযোগিতায় টিকে থাকার একমাত্র উপায় খরচ কমানো৷
তবে শ্রমিক ইউনিয়ন আইজি মেটালের প্রধান ক্রিস্টিয়ানে ব্যার্নার বলছেন, লাভ কমার কারণ কর্মীরা নন, বরং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কিছু খারাপ সিদ্ধান্তের কারণে লাভ কমেছে৷
খরচ কমাতে বেতন ১০ শতাংশ কমানোর প্রস্তাব করেছে ফল্কসভাগেন কর্তৃপক্ষ৷ এর বিরোধিতা করে আইজি মেটাল ইউনিয়ন গত নভেম্বরে একটি প্রস্তাব দিয়েছিল৷ তারা নিয়মিত বেতনবৃদ্ধির সুবিধা না নেওয়ার প্রস্তাব দিয়েছিল৷ এতে প্রায় দেড় বিলিয়ন ইউরো বাঁচবে বলেও তারা জানিয়েছিল৷ তবে টেকসই সমাধানের জন্য এই অর্থ পর্যাপ্ত নয় বলে জানান ফল্কসভাগেনের মূল আলোচক মাইসভিঙ্কেল৷
জেডএইচ/এসিবি (এএফপি, ডিপিএ)