প্রতিরক্ষায় বাজেট বৃদ্ধির দাবি
২৯ এপ্রিল ২০১৮২০১৮ সালে জার্মানির প্রতিরক্ষা বাজেট ৩৮.৫ বিলিয়ন ইউরো বা টাকার হিসেবে প্রায় ৩ লাখ ৮৫ হাজার কোটি টাকা৷ সেই বাজেটে আরো ১ লাখ ২০ হাজার কোটি টাকা যুক্ত করার দাবি জানিয়েছেন তিনি৷ স্থানীয় পত্রিকা দ্য বিল্ড রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এই দাবি করেছে৷
প্রতিবেদনটি বলছে, এর আগে জার্মান অর্থমন্ত্রী আগামী চার বছরে ২০২১ সাল পর্যন্ত প্রতিরক্ষা বাজেটে সাড়ে পাঁচ বিলিয়ন ইউরো বা ৫৫ হাজার কোটি টাকা বৃদ্ধির কথা চিন্তা করছেন বলে জানা গেছে৷ গত শুক্রবারই এর প্রতিবাদ জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়৷ বলেছে এটি ‘অপর্যাপ্ত'৷
পত্রিকাটির দাবি, বাজেট পর্যাপ্ত পরিমাণে না বাড়ানো হলে ২০১৯ সালে অন্তত একটি আন্তর্জাতিক সামরিক যন্ত্রাংশ ক্রয় প্রকল্প বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী ফন ডেয়ার লাইয়েন৷ এর মধ্যে প্রথমেই হাত দেয়া হবে তা হলো নরওয়ের সঙ্গে সাবমেরিন চুক্তিতে৷ এরপর বন্ধ করে দেয়া হবে, ছয়টি সি-১৩০ হারকিউলিস পরিবহণ বিমান ক্রয়ে৷
বিরাট ঘাটতি
জার্মানির প্রতিরক্ষা বাজেট পৃথিবীর মধ্যে নবম সর্বোচ্চ৷ তারপরও এটি তাদের জিডিপি'র ২ শতাংশের চেয়ে অনেক কম৷ আন্তঃপ্রশান্তমহাসাগরীয় দেশগুলোর জোট ন্যাটোর সিদ্ধান্ত অনুযায়ী, দেশগুলোর প্রতিরক্ষা বাজেট তাদের জিডিপি'র অন্তত ২ শতাংশ হতে হবে৷
জার্মানির সামরিক বাহিনী বুন্দেসভেয়ারে অত্যাধুনিক যন্ত্রাংশ নেই বলেও গেল কয়েকবছর ধরে ব্যাপক সমালোচনা চলছে৷
গত ফেব্রুয়ারিতে, রাইনিশে পোস্ট পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ন্যাটোর তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার জন্য যে বাহিনী তাতে অংশ নেয়ার জন্য মৌলিক যন্ত্রাংশই নেই বুন্দেসভেয়ারের কাছে৷ অথচ আগামী বছর জার্মানি বহুরাষ্ট্রীয় ‘ভেরি হাই রেডিনেস জয়েন্ট টাস্ক ফোর্স'-এর নেতৃত্ব দেবে৷
জেডএ/ডিজি (ডিপিএ, রয়টার্স, এএফপি)