1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রতিরক্ষায় বাজেট বৃদ্ধির দাবি

২৯ এপ্রিল ২০১৮

বাজেটে প্রতিরক্ষা খাতে আরো ১২ বিলিয়ন ইউরো চান সংশ্লিষ্ট জার্মান মন্ত্রী উরসুলা ফন ডেয়ার লাইয়েন৷ সামরিক যন্ত্রাংশের আধুনিকায়নের জন্য এ বাজেট চেয়েছেন তিনি৷

https://p.dw.com/p/2wroQ
Ursula von der Leyen besucht die Marine
ছবি: picture alliance/dpa/A. Heimken

২০১৮ সালে জার্মানির প্রতিরক্ষা বাজেট ৩৮.৫ বিলিয়ন ইউরো বা টাকার হিসেবে প্রায় ৩ লাখ ৮৫ হাজার কোটি টাকা৷ সেই বাজেটে আরো ১ লাখ ২০ হাজার কোটি টাকা যুক্ত করার দাবি জানিয়েছেন তিনি৷ স্থানীয় পত্রিকা দ্য বিল্ড রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এই দাবি করেছে৷
প্রতিবেদনটি বলছে, এর আগে জার্মান অর্থমন্ত্রী আগামী চার বছরে ২০২১ সাল পর্যন্ত প্রতিরক্ষা বাজেটে সাড়ে পাঁচ বিলিয়ন ইউরো বা ৫৫ হাজার কোটি টাকা বৃদ্ধির কথা চিন্তা করছেন বলে জানা গেছে৷ গত শুক্রবারই এর প্রতিবাদ জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়৷ বলেছে এটি ‘অপর্যাপ্ত'৷
পত্রিকাটির দাবি, বাজেট পর্যাপ্ত পরিমাণে না বাড়ানো হলে ২০১৯ সালে অন্তত একটি আন্তর্জাতিক সামরিক যন্ত্রাংশ ক্রয় প্রকল্প বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী ফন ডেয়ার লাইয়েন৷ এর মধ্যে প্রথমেই হাত দেয়া হবে তা হলো নরওয়ের সঙ্গে সাবমেরিন চুক্তিতে৷ এরপর বন্ধ করে দেয়া হবে, ছয়টি সি-১৩০ হারকিউলিস পরিবহণ বিমান ক্রয়ে৷

বিরাট ঘাটতি
জার্মানির প্রতিরক্ষা বাজেট পৃথিবীর মধ্যে নবম সর্বোচ্চ৷ তারপরও এটি তাদের জিডিপি'র ২ শতাংশের চেয়ে অনেক কম৷ আন্তঃপ্রশান্তমহাসাগরীয় দেশগুলোর জোট ন্যাটোর সিদ্ধান্ত অনুযায়ী, দেশগুলোর প্রতিরক্ষা বাজেট তাদের জিডিপি'র অন্তত ২ শতাংশ হতে হবে৷
জার্মানির সামরিক বাহিনী বুন্দেসভেয়ারে অত্যাধুনিক যন্ত্রাংশ নেই বলেও গেল কয়েকবছর ধরে ব্যাপক সমালোচনা চলছে৷
গত ফেব্রুয়ারিতে, রাইনিশে পোস্ট পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ন্যাটোর তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার জন্য যে বাহিনী তাতে অংশ নেয়ার জন্য মৌলিক যন্ত্রাংশই নেই বুন্দেসভেয়ারের কাছে৷ অথচ আগামী বছর জার্মানি বহুরাষ্ট্রীয় ‘ভেরি হাই রেডিনেস জয়েন্ট টাস্ক ফোর্স'-এর নেতৃত্ব দেবে৷

জেডএ/ডিজি (ডিপিএ, রয়টার্স, এএফপি)

Infografik Materialprobleme bei der Bundeswehr Englisch
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য