প্রবীণদের মধ্যে অপরাধ প্রবণতা
২ ডিসেম্বর ২০১৩কোটের পকেটে ঝট করে একটা জিনিস ঢুকিয়ে ফেলা৷ তারপর দোকান থেকে দাম না দিয়েই বের হয়ে যাওয়া৷ এই ধরনের চৌর্যবৃত্তি অল্পবয়সিদের মধ্যেই দেখা যায়, কিছুটা একঘেয়েমি কিছুটা সাহসের পরিচয় দেওয়ার জন্য৷
কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে
ইদানীং এই দৃশ্যপটে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে৷ এই ধরনের অপরাধ প্রবণতা প্রবীণদের মধ্যেও দেখা যাচ্ছে৷ পুলিশ ইউনিয়নের প্রধান অলিভার মার্কোভ এই প্রসঙ্গে বলেন, ‘‘সামনের বছরগুলিতে আমরা বয়োজেষ্ঠ ব্যক্তিদের মধ্যে আরো অপরাধী দেখতে পাবো৷''
এই বয়সি অপরাধীদের আয়ত্তে আনতে হলে পুলিশের এখন নতুন নতুন কর্মসূচির কথা ভাবতে হবে৷ মালকোভ আরো বলেন, ‘‘প্রথমত বর্ষীয়ান অপরাধীদের সঙ্গে কীরকম আচরণ করা যায়, এ ব্যাপারে আমাদের কর্মীদের ট্রেনিং দিতে হবে৷''
তবে ডিমেনশিয়ায় আক্রান্তদের বেলায় অবস্থাটা জটিল হয়ে পড়ে৷ কারণ তাঁরা তো কোনো ভুল করছেন বলে বুঝতেই পারেন না৷ এক্ষেত্রে সমাজকর্মীদের এগিয়ে আসতে হবে৷ যেমনটি তাঁরা তরুণদের ব্যাপারে করে থাকেন৷
অনেকেই নিঃসঙ্গ
প্রবীনদের মধ্যে অনেকেই নিঃসঙ্গ, ভোগেন একাকিত্বে৷ অনেকে স্বামী বা স্ত্রীকে সেবা করতে করতে ক্লান্ত৷ ভেঙে পড়েন মানসিক দিক দিয়েও৷ হাতসাফাই করে অন্যমনস্ক থাকার চেষ্টা করেন কেউ কেউ৷
সারা জার্মানিতে ষাটোর্ধ অপরাধীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে৷ গত বছর এই বয়সিদের মধ্যে অপরাধীর সংখ্যা ছিল দেড় লাখেরও বেশি৷ এই তথ্য জানিয়েছে ফেডারেল অপরাধ দপ্তর৷ এর মধ্যে অনেকেরই প্রথম অপরাধকর্ম এটি৷ ষাটোর্ধ অপরাধীদের প্রতি ১০ জনে একজন চুরি করার সময় ধরা পড়েন৷
পেনশন কমে যাওয়ায় অনেকের মাস চালাতে হিমশিম খেতে হয়৷ তাই দোকানে গিয়ে দ্রুত কিছু ব্যাগে ঢুকিয়ে ফেলেন কেউ কেউ, জানান মালকোভ৷
বয়স্কদের মধ্যে আরেক ধরনের অপরাধ লক্ষ্য করা যায়, আর তা হলো অসতর্কভাবে আগুন জ্বালিয়ে দেওয়া৷ জ্বালানো চুলা কিংবা ইলেকট্রিক কম্বল থেকে সারা বাড়িতেই আগুন জ্বলে উঠতে পারে৷ ক্ষতি হতে পারে অন্যান্যদেরও৷ অবশ্য ভুল বশতই সাধারণত ঘটে থাকে এটা৷ প্রতি চারটি ‘অপরাধকর্মে' অন্তত একটি এই ধরনের ঘটনা৷
আইনকে খাপ খাইয়ে চলতে হবে
বিশেষজ্ঞরা মনে করেন, আইনকে সমাজের পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে হবে৷ প্রবীণদের রক্ষা করাই হবে আইনের কাজ শাস্তি দেওয়া নয়৷ অনেক সময় প্রতারণার শিকার বৃদ্ধরা আত্মহত্যাও করে থাকেন৷ এইসব প্রতারককে কঠিন শাস্তি দেওয়া উচিত৷
গ্রাইফসভাল্ড ইউনিভার্সিটির অপরাধবিজ্ঞানী ফ্রিডার ড্যুংকেল এই প্রসঙ্গে বলেন, ‘‘বিষয়টি নিয়ে বিতর্কের সময় আসেনি এখনও৷ জার্মানিব্যাপী প্রবীণদের মধ্যে এখন পর্যন্ত অপরাধ প্রবণতা সবেচেয়ে কম৷'' যে সব অপরাধ তারা করে থাকেন, তাও খুব মারাত্মক নয়৷ সহিংস ঘটনা খুব কমই প্রবীনদের দ্বারা ঘটে থাকে৷ এক সময় ব্যাংক ডাকাতির মতো কিছু ঘটনা প্রবীণদের দ্বারা ঘটেছে, একথা শোনা গেলেও তা কিন্তু ব্যতিক্রমী ব্যাপার৷ সবখানেই কলঙ্কজনক দুই একজন থাকে৷ একারণে গোটা গোষ্ঠীকে দোষারোপ করা যায় না৷
এই অপরাধবিজ্ঞানীর ভাষায়, ‘‘এজন্য পুলিশদের বিশেষ ধরনের ট্রেনিং-এর প্রয়োজন আছে বলে আমি মনে করি না৷ তবে তাদের সামাজিক সমস্যাগুলি মোকাবেলা করা শিখতে হবে এবং কোনো অপরাধ ধরা পড়লে প্রবীণদের সবার সামনে লজ্জা দেওয়া থেকে বিরত থাকতে হবে৷''