জার্মানির প্রশংসায় স্পেন কোচ দেল বস্কে
২৯ এপ্রিল ২০১৩২০০৮ সালে স্পেন ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পর কোচ হন বস্কে৷ এরপর স্পেন ২০১০ সালে প্রথমবারের মতো বিশ্ব সেরা হয়৷ আর তার দুই বছর পর আবারও ইউরোপের সেরা হয় স্পেন৷
ব্রাজিল বিশ্বকাপেও স্পেন ভালো করবে বলে বিশ্লেষকদের ধারণা৷ তবে বস্কের মতে জার্মানি, আর্জেন্টিনা আর স্বাগতিক ব্রাজিলের শিরোপা জেতার সম্ভাবনা রয়েছে৷
তিনি বলেন, নতুন ফুটবলের সঙ্গে জার্মানি চমৎকারভাবে নিজেদের মানিয়ে নিয়েছে৷ ‘পাওয়ার' ফুটবলের চেয়ে তারা এখন হালের ‘পজেশন' ফুটবলের দিকে মনোযোগ দিয়েছে৷ তবে চ্যাম্পিয়নস লিগে স্পেনের দুই দলের জার্মান দলগুলোর কাছে মহাপরাজয়ে সবকিছু বদলে যায়নি বলে মনে করেন বস্কে৷ তাঁর মতে, দ্বিতীয় লেগের খেলার আগে কোনো সিদ্ধান্তে আসাটা ঠিক হবেনা৷ বস্কে মনে করেন, বর্তমান অবস্থা থেকেও বার্সা আর রেয়ালের ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে৷
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের অবশ্য আশা ছিল ২০১৬ সাল পর্যন্ত দায়িত্বে থাকবেন বস্কে৷
জেডএইচ/ডিজি (ডিপিএ)