1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জিদান পেপে, মুরিনহো’র হয়ে ওকালতি করলেন

২১ জানুয়ারি ২০১২

বুধবার স্পেনে কিংস কাপের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার লিওনেল মেসির হাত মাড়িয়ে দেয় রেয়াল’এর পেপে৷ তাই নিয়ে ঝড় স্পেনে৷ এবার মুখ খুললেন জিনেদিন জিদান৷

https://p.dw.com/p/13ncH
** FILE ** France's Zinedine Zidane carrys the ball after the France v Switzerland Group G soccer match at the World Cup Gottlieb-Daimler stadium in Stuttgart, Germany, Tuesday, June 13, 2006. The match ended0-0 draw.The other teams in Group G are Korea and Togo. (AP Photo/Daniel Maurer) ** MOBILE/PDA USAGE OUT***ACHTUNG: BILD NICHT FÜR CMS-FLASH-GALERIEN BENUTZEN!!!***
জিনেদিন জিদানছবি: AP

স্পেনের মিডিয়া পেপে আর হোসে মুরিনহো'কে খালি তুলোধোনা করতে বাকি রেখেছে৷ একে তো কিংস কাপের কোয়ার্টার ফাইনালের ফার্স্ট লেগে স্বমাঠে পরম বৈরী বার্সেলোনার কাছে ২-১ গোলে হার - যার জন্য মুরিনহো'র ‘‘নেতিবাচক কৌশল''-কে দায়ী করছে অনেকে৷ তার ওপর আবার মুরিনহো'র মতোই পোর্তুগালের মানুষ পেপে৷ রাজধানী মাদ্রিদের প্রেস সাধারণত রেয়াল সংক্রান্ত ব্যাপার-স্যাপার কিছুটা ক্ষমার চোখেই দেখে৷ এবার কিন্তু তারা রেয়াত করছে না৷

রেয়াল গত বৃহস্পতিবার তাদের টেলিভিশন চ্যানেলে পেপে'কে দেখায়৷ পেপে'র বক্তব্য, সে স্বেচ্ছায় মেসির হাত মাড়ায়নি৷ এ'বিষয়ে মাদ্রিদের স্পোর্টস দৈনিক ‘মার্সা'-র মন্তব্য: ‘‘পেপে সত্যের অপলাপ করেছে এবং রেয়াল মাদ্রিদকেও এমন একটি ব্যাপারে জড়িয়ে ফেলেছে, যা ক্লাবটির ফ্যানদের পক্ষেও লজ্জাকর৷''

বার্সার ভাইস প্রেসিডেন্ট কার্লেস ভিয়ারুবি পেপে'র বিবৃতি সম্পর্কে বলেছেন: ‘‘ওর কথা কেউ বিশ্বাস করে না৷'' ভিয়ারুবি আবার মনে করিয়ে দেন যে, রেয়ালের কোচ মুরিনহো গত আগস্টে স্প্যানিশ সুপার কাপের শেষে ঠিক এ'ভাবেই বার্সার সহকারী কোচ টিটো ভিয়ানোভা'র চোখে আঙুল দিয়ে খোঁচা দিয়েছিলেন৷ সে ঘটনার পরেও রেয়াল বলেছিল, মুরিনহো'কে নাকি প্ররোচিত করা হয়েছিল৷ ক্লাবের কাছ থেকে এরকম প্রশ্রয় পাবার ফলেই নাকি পেপে তার কুকর্ম করার সাহস পেয়েছে - এই হল ভিয়ারুবি'র বক্তব্য৷

জিদান কিন্তু মাদ্রিদের ‘এএস' স্পোর্টস দৈনিককে শুক্রবার বলেছেন, তিনি মাদ্রিদের ক্লাব, কোচ এবং প্লেয়ারদের প্রতি সব রকম সমালোচনাকে অন্যায্য বলে মনে করেন৷ পেপে নাকি মাঠে টুঁ শব্দটি পর্যন্ত করে না৷ সে অতি ভদ্র, ভালো ছেলে৷ তবে মাঠে নামলে সে জেতার জন্য এমন ব্যগ্র হয়ে পড়ে যে, কখনো-সখনো মাত্রা ছাড়িয়ে যায়৷

কোচ মুরিনহো সম্পর্কে জিদানের বক্তব্য: কোচ বদলাতে বলছে? ওদের কি মাথা খারাপ না কি? মুরিনহো আসার পরে জয়-পরাজয়ের পরিসংখ্যান দেখলেই তো বোঝা যায়৷ কিছু মহল যে রেয়াল মাদ্রিদের প্রতি মুরিনহো'র আগ্রহ নিয়েই প্রশ্ন তুলেছে, কেননা মুরিনহো নাকি বছর দুয়েক থেকেই আবার অন্যত্র যাবেন - সে বিষয়ে জিদান বলেন, দু'বছর থেকে বিরাট কিছু করাটা দশ বছর থেকে কিছু না করার চেয়ে ভালো৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য