জিদান পেপে, মুরিনহো’র হয়ে ওকালতি করলেন
২১ জানুয়ারি ২০১২স্পেনের মিডিয়া পেপে আর হোসে মুরিনহো'কে খালি তুলোধোনা করতে বাকি রেখেছে৷ একে তো কিংস কাপের কোয়ার্টার ফাইনালের ফার্স্ট লেগে স্বমাঠে পরম বৈরী বার্সেলোনার কাছে ২-১ গোলে হার - যার জন্য মুরিনহো'র ‘‘নেতিবাচক কৌশল''-কে দায়ী করছে অনেকে৷ তার ওপর আবার মুরিনহো'র মতোই পোর্তুগালের মানুষ পেপে৷ রাজধানী মাদ্রিদের প্রেস সাধারণত রেয়াল সংক্রান্ত ব্যাপার-স্যাপার কিছুটা ক্ষমার চোখেই দেখে৷ এবার কিন্তু তারা রেয়াত করছে না৷
রেয়াল গত বৃহস্পতিবার তাদের টেলিভিশন চ্যানেলে পেপে'কে দেখায়৷ পেপে'র বক্তব্য, সে স্বেচ্ছায় মেসির হাত মাড়ায়নি৷ এ'বিষয়ে মাদ্রিদের স্পোর্টস দৈনিক ‘মার্সা'-র মন্তব্য: ‘‘পেপে সত্যের অপলাপ করেছে এবং রেয়াল মাদ্রিদকেও এমন একটি ব্যাপারে জড়িয়ে ফেলেছে, যা ক্লাবটির ফ্যানদের পক্ষেও লজ্জাকর৷''
বার্সার ভাইস প্রেসিডেন্ট কার্লেস ভিয়ারুবি পেপে'র বিবৃতি সম্পর্কে বলেছেন: ‘‘ওর কথা কেউ বিশ্বাস করে না৷'' ভিয়ারুবি আবার মনে করিয়ে দেন যে, রেয়ালের কোচ মুরিনহো গত আগস্টে স্প্যানিশ সুপার কাপের শেষে ঠিক এ'ভাবেই বার্সার সহকারী কোচ টিটো ভিয়ানোভা'র চোখে আঙুল দিয়ে খোঁচা দিয়েছিলেন৷ সে ঘটনার পরেও রেয়াল বলেছিল, মুরিনহো'কে নাকি প্ররোচিত করা হয়েছিল৷ ক্লাবের কাছ থেকে এরকম প্রশ্রয় পাবার ফলেই নাকি পেপে তার কুকর্ম করার সাহস পেয়েছে - এই হল ভিয়ারুবি'র বক্তব্য৷
জিদান কিন্তু মাদ্রিদের ‘এএস' স্পোর্টস দৈনিককে শুক্রবার বলেছেন, তিনি মাদ্রিদের ক্লাব, কোচ এবং প্লেয়ারদের প্রতি সব রকম সমালোচনাকে অন্যায্য বলে মনে করেন৷ পেপে নাকি মাঠে টুঁ শব্দটি পর্যন্ত করে না৷ সে অতি ভদ্র, ভালো ছেলে৷ তবে মাঠে নামলে সে জেতার জন্য এমন ব্যগ্র হয়ে পড়ে যে, কখনো-সখনো মাত্রা ছাড়িয়ে যায়৷
কোচ মুরিনহো সম্পর্কে জিদানের বক্তব্য: কোচ বদলাতে বলছে? ওদের কি মাথা খারাপ না কি? মুরিনহো আসার পরে জয়-পরাজয়ের পরিসংখ্যান দেখলেই তো বোঝা যায়৷ কিছু মহল যে রেয়াল মাদ্রিদের প্রতি মুরিনহো'র আগ্রহ নিয়েই প্রশ্ন তুলেছে, কেননা মুরিনহো নাকি বছর দুয়েক থেকেই আবার অন্যত্র যাবেন - সে বিষয়ে জিদান বলেন, দু'বছর থেকে বিরাট কিছু করাটা দশ বছর থেকে কিছু না করার চেয়ে ভালো৷
প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই