1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চাপের মুখে আইএস

২৯ ডিসেম্বর ২০১৫

তথাকথিত ইসলামিক স্টেট-এর সময়টা ভালো যাচ্ছে না৷ অনেক জমি হারানোর পাশাপাশি ইরাকের রামাদি শহর হাতছাড়া হয়ে গেছে৷ আল-বাগদাদির অডিও বার্তা নিয়ে মশকরা করছেন অনেক মুসলিম টুইটার ব্যবহারকারী৷

https://p.dw.com/p/1HUxd
ছবি: Reuters

সপ্তাহান্তেই ইরাকের রামাদি শহর হাতছাড়া হয়ে গিয়েছিল৷ এবার কুর্দিদের সাহায্য নিয়ে উত্তরের মোসুল শহরও আইএস-মুক্ত করার উদ্যোগ শুরু করছে ইরাকের সরকার৷ ইরাকের অর্থমন্ত্রী হোশিয়ার জেবারি এ বিষয়ে সরকারের পরিকল্পনা পেশ করেছেন৷

ইরাকের প্রধানমন্ত্রী ২০১৬ সালে ইরাককে সম্পূর্ণ আইএস মুক্ত করার অঙ্গীকার করেছেন৷

বন্দি, ক্রীতদাস – বিশেষ করে নারীদের প্রতি আচরণের ‘নির্দেশিকা' সংক্রান্ত ফতোয়া প্রকাশ করে নিজেদের বিকৃত মানসিকতার আরও এক দৃষ্টান্ত তুলে ধরেছে আইএস৷ তাতে কীভাবে ধর্ষণ করতে হবে, তারও বিস্তারিত বর্ণনা রয়েছে৷

আইএস-এর সর্বোচ্চ নেতা আবু বকর আল-বাগদাদি সম্প্রতি এক অডিও বার্তায় সৌদি আরবে বিপ্লবের ডাক দিয়েছিলেন৷ আইএস-বিরোধী জোটেরও নিন্দা করেন তিনি৷ সেইসঙ্গে ইসরায়েলের উপর হামলার হুমকিও শোনা গেছে আল-বাগদাদির কণ্ঠে৷ একই নামের এক মানবাধিকার কর্মী সেই বার্তার সংক্ষিপ্ত সারমর্ম টুইটারের মাধ্যমে তুলে ধরেছিলেন৷

এমন প্রচারণার জবাবে ঘৃণার বদলে হাস্যরস, শ্লেষ ও মশকরা দেখিয়েছেন অনেক মুসলিম টুইটার ব্যবহারকারী৷ আইএস-এর হিংসাত্মক ও বিকৃত ভাবাদর্শের প্রতি চরম তাচ্ছিল্য দেখিয়েছেন তাঁরা৷ জার্মানির ‘ডেয়ার স্পিগেল' পত্রিকা সহ কিছু সংবাদ মাধ্যম এই সব টুইট তুলে ধরেছে৷ কেউ লিখেছে, জিহাদের জন্য সময় নেই৷ কারণ তারা আপাতত টেলিভিশনে ছবি দেখতে ব্যস্ত৷

খুনি বিকৃতমনস্কদের সঙ্গের তুলনায় স্টার ওয়ার্স চলচ্চিত্র সিরিজের আগামী ছবিগুলি দেখা কারো জন্য বেশি গুরুত্বপূর্ণ৷

একজন লিখেছে, পোষা মাছকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে৷

কেউ আবার ফুটবল ম্যাচ নিয়ে চরম ব্যস্ত৷

একজন লিখেছে, পরের সপ্তাহে কলেজ শুরু হচ্ছে, তাই জিহাদে যোগ দেবার সময় নেই৷

সংকলন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য