1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জিয়া ট্রাস্টের মামলায় অভিযোগপত্র এক সপ্তাহের মধ্যে

৪ জানুয়ারি ২০১২

দুদকের কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন জানিয়েছেন, তদন্তে বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়া সহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে৷ আর খালেদা জিয়ার আইনজীবী বলেছেন, এটি হয়রানিমূলক মামলা ছাড়া আর কিছুই নয়৷

https://p.dw.com/p/13dPV
BNP chairperson Khaleda Zia at an election rally of four party alliances at the Jimkhana ground in Narayanganj. *** Mr. Mustafiz Mamun, photographer from Bangladesh, contributed these photos for Deutsche Welle. As he mentioned, ‘’this photo is taken by me (Mustafiz Mamun) & I permit Deutsche Welle to use it.’’ ***
বেগম খালেদা জিয়াছবি: Mustafiz Mamun

খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে ২০০৪ সালে জিয়া চেরিটেবল ট্রাস্টের নামে নয়াপল্টনে সাড়ে ৬ কোটি টাকার জমি কেনেন৷ এরপর ট্রাস্টের ফান্ডে মোট সোয়া ৩ কোটি টাকা জমা করা হয়৷ যার কোন বৈধ উৎস নেই বলে অভিযোগ৷ দুদক এই ঘটনায় গত বছরের আগস্টে খালেদাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করে৷ দুদকের কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, তাদের তদন্তে ওই টাকার কোন বৈধ উৎস খুঁজে পাওয়া যায়নি৷

তিনি জানান, তদন্তে খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধেই অভিযোগের প্রমাণ পাওয়া গেছে৷ প্রসিকউটরের অনুমতি পাওয়া গেলেই চার্জশিট দাখিল করা হবে৷

দুদকের চেয়ারম্যান গোলম রহমান জানান, কমিশনের সভায় তদন্ত রিপোর্ট উপস্থাপনের পরই চার্জশিট দেয়া হবে৷

এদিকে খালেদা জিয়ার আইনজীবী আহসানুল করিম দাবি করেছেন, এই মামলাটি উদ্দেশ্য প্রণোদিত৷তিনি বলেন, এই মামলায় দুর্নীতির কোন উপাদান নেই৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য