জিয়া ট্রাস্টের মামলায় অভিযোগপত্র এক সপ্তাহের মধ্যে
৪ জানুয়ারি ২০১২খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে ২০০৪ সালে জিয়া চেরিটেবল ট্রাস্টের নামে নয়াপল্টনে সাড়ে ৬ কোটি টাকার জমি কেনেন৷ এরপর ট্রাস্টের ফান্ডে মোট সোয়া ৩ কোটি টাকা জমা করা হয়৷ যার কোন বৈধ উৎস নেই বলে অভিযোগ৷ দুদক এই ঘটনায় গত বছরের আগস্টে খালেদাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করে৷ দুদকের কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, তাদের তদন্তে ওই টাকার কোন বৈধ উৎস খুঁজে পাওয়া যায়নি৷
তিনি জানান, তদন্তে খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধেই অভিযোগের প্রমাণ পাওয়া গেছে৷ প্রসিকউটরের অনুমতি পাওয়া গেলেই চার্জশিট দাখিল করা হবে৷
দুদকের চেয়ারম্যান গোলম রহমান জানান, কমিশনের সভায় তদন্ত রিপোর্ট উপস্থাপনের পরই চার্জশিট দেয়া হবে৷
এদিকে খালেদা জিয়ার আইনজীবী আহসানুল করিম দাবি করেছেন, এই মামলাটি উদ্দেশ্য প্রণোদিত৷তিনি বলেন, এই মামলায় দুর্নীতির কোন উপাদান নেই৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক