1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জুয়া খেলায় আদালতের নিষেধাজ্ঞা

১০ ফেব্রুয়ারি ২০২০

দেশে জুয়া খেলা নিষিদ্ধ করেছে হাইকোর্ট৷ আইনশৃঙ্খলা বাহিনীকে জুয়া খেলা বন্ধে দেশজুড়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দিয়েছে আদালত৷

https://p.dw.com/p/3XYsu
ছবি: bdnews24.com/A. Al Momin

জনস্বার্থে সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর চার বছর আগে করা এক রিট আবেদনের প্রেক্ষিতে সোমবার এ আদেশ দেয় হাইকোর্টের দুই সদস্যের একটি বেঞ্চ৷

রায়ে আইনশৃঙ্খলা বাহিনীকে দেশের অনুমোদিত জুয়ার ক্লাব থেকে সব সরঞ্জাম বাজেয়াপ্ত করারও আদেশ দেয়৷

যেসব খেলার ফলাফল দক্ষতার পরিবর্তে ‘ভাগ্য’ দিয়ে নির্ধারিত হয় রায়ে সেগুলোকে জুয়া খেলা হিসেবে চিহ্নিত করেছে আদালত৷

এ ধরনের খেলার অনুমতি, খেলার আয়োজক ও অংশগ্রহণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এসব খেলার সরঞ্জাম জব্দের নির্দেশ দেওয়া হয়৷

তাছাড়া আদালত জুয়া খেলার শাস্তি বাড়াতে সরকারকে আদেশ দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ডিপিএ৷

বর্তমানে প্রচলিত ‘পাবলিক গেম্বলিং অ্যাক্ট ১৮৬৭’ অনুযায়ী জুয়া খেলার শাস্তি হিসেবে তিন মাসের কারাদণ্ড ও দুইশ টাকা পর্যন্ত জরিমানার  বিধান রয়েছে৷ 

কয়েক মাস আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারাদেশে ক্যাসিনো বিরোধী অভিযান চালু করলে দেশের অভিজাত ক্লাবগুলোতে জুয়া খেলার বিষয়টি আলোচনায় আসে৷

আরআর/কেএম (ডিপিএ)

১৪ জানুয়ারির ছবিঘরটি দেখুন...