জ্বালানি তেল সরবরাহ নিয়ে শঙ্কার কিছু নেই
১৬ মার্চ ২০২২বুধবার বাংলাদেশ ও সৌদি আরবের ‘উচ্চ পর্যায়ের' সংলাপের পর এ আশ্বাস দিয়েছেন তিনি৷ ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বলেন, ‘‘আমি যেটা আপনাদের বলতে পারি, তেলের বাজার স্থিতিশীল রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ৷ এ পর্যন্ত সব সূচক যা বলছে… তেলের সরবরাহ নিয়ে শঙ্কার কিছু এখনও নেই৷’’
জ্বালানি তেল উৎপাদনে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা সৌদি আরব প্রতিদিন ১১ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করে, যা বিশ্বের মোট উৎপাদনের প্রায় ১১ শতাংশ৷বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সৌদি আরবের আরামকো থেকে বছরে ৭ লাখ টন আরব লাইট অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে৷ তেল উৎপাদনে বিশ্বে তৃতীয় অবস্থানে থাকা রাশিয়া প্রতিদিন প্রায় ৫ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করে, যার অর্ধেকের বেশি যায় ইউরোপে৷
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হলে ২৪ ফেব্রুয়ারি বিশ্ব বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ২০১৪ সালের পর প্রথমবারের মত ১০০ ডলার ছাড়িয়ে যায়৷ পরে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ শুরু করায় প্রতি ব্যারেলের দাম ওঠে ১৩৯ ডলারে, যা ২০০৮ সালের পর সর্বোচ্চ৷
গত কয়েক দিনে তা আবার ১০০ ডলারের আশপাশে নেমে এলেও কমেনি বিশ্ববাজারে শঙ্কা আর অস্থিরতা৷ যুদ্ধ দীর্ঘায়িত হলে তার প্রভাব বাংলাদেশে কতটা পড়বে, সরবরাহে জটিলতা তৈরি হবে কি না, সেসব নিয়ে উদ্বেগ রয়েছে বাংলাদেশেও৷
দাম বেড়ে যাওয়ায় ভর্তুকির কারণে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-র লোকসান বাড়ছে বাংলাদেশেও৷ গত ২৫ ফেব্রুয়ারি সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছিলেন, শুধু ডিজেলেই তাদের দৈনিক ১৩ কোটি টাকার মতো লোকসান হচ্ছে ৷
জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ অবশ্য বলেছেন, এখনই দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর কথা সরকার ভাবছে না৷
সোমবার বিদ্যুৎ ভবনে তিনি সাংবাদিকদের বলেন, ‘‘আমরা চাচ্ছি, কতটুকু স্থিতিশীল রাখা যায় দামের বিষয়টা (জ্বালানির ক্ষেত্রে)৷ দেখা যাক, এখনও পরিস্থিতি নাগালের বাইরে না৷’’
‘‘সরকার চাচ্ছে যে, লোকসান করে হলেও সেখানে ভর্তুকির পরিমাণ বাড়িয়ে দিয়ে কতটুকু চলা যায়৷ এটা যদি খুব বেশি বড় হয় তাহলে সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে৷ এখনও সেই জায়গাতে আমরা যাইনি৷’’ বলেন জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ৷
এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)