ভারতে কৃষকের আত্মহত্যা
২০ মার্চ ২০১৪মহারাষ্ট্র রাজ্যের পূর্বাঞ্চলে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অস্বাভাবিক ঝড়বৃষ্টি হওয়ায় অনেক কৃষকের মাঠের ফসল নষ্ট হয়ে যায়৷ এই ধাক্কা সইতে না পেরে অনেক কৃষক নিজেই নিজের জীবন নিয়ে নেন৷ সরকারি হিসেবে সংখ্যাটা সাত হলেও অত্র অঞ্চলের কৃষকদের একটি অ্যাডভোকেসি গোষ্ঠী ‘বিদর্ভ জন আন্দোলন সমিতি' বলছে, ঝড়বৃষ্টির শুরুর পর থেকে তাঁরা ৩২ জন কৃষকের আত্মহত্যার খবর পেয়েছে৷ সংখ্যাটা আরও বাড়তে পারে বলেও জানান সমিতির প্রেসিডেন্ট কিশোর তিওয়ারি৷ তিনি বলেন, ‘‘ময়না তদন্ত শেষ হওয়ার পর মৃতের সংখ্যা আরও বাড়তে পারে৷''
এদিকে বিরোধী দল বিজেপি বলছে, মঙ্গলবার পর্যন্ত আত্মহত্যা করা কৃষকের সংখ্যা ৩৭ জন৷ দলের একজন শীর্ষ নেতা গোপিনাথ মুন্ডে জানিয়েছেন, ‘‘ঝড়বৃষ্টিতে ১৭ জেলার ১৬ লক্ষ হেক্টর জমির ফসল ধ্বংস হয়ে গেছে৷''
আসন্ন নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার দুর্গত এলাকা পরিদর্শনে যাবেন৷ সেখানে বিদর্ভ এলাকায় এক সমাবেশে তাঁর ভাষণ দেয়ার কথা রয়েছে৷
পরিস্থিতি মোকাবিলায় মহারাষ্ট্র রাজ্যের মন্ত্রীদের এক প্রতিনিধি দল প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে আলোচনা করে ৫০ বিলিয়ন রূপি সহায়তা চেয়েছে৷
ঝড়ে আঙুর চাষীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন৷ এছাড়া ঐ এলাকায় আম, পেঁপে, লেবু ও তরমুজেরও চাষ হয়ে থাকে৷
জেডএইচ/ডিজি (এএফপি, এপি)