টানা চতুর্থবার সংসদ নেতা শেখ হাসিনা
১০ জানুয়ারি ২০২৪সভা সূত্র জানায়, সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের৷ বর্তমান চিফ হুইপ নূর- ই- আলম চৌধুরী লিটন ওই প্রস্তাবের সমর্থন জানান৷ পরে সর্বসম্মতিক্রমে তা গ্রহণ করা হয়৷ সংসদ নেতা নির্বাচনের পাশাপাশি বৈঠকে সংসদ উপনেতাও নির্বাচন করা হয়৷ একাদশে জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরীকেই দ্বাদশ জাতীয় সংসদের উপনেতা নির্বাচিত করা হয়৷ এছাড়া বর্তমান স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আবারও স্পিকার হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়৷ ডেপুটি স্পিকার শামসুল হক টুকুও থাকছেন একই দাযিত্বে৷ এছাড়া নুর ই আলম চৌধুরীকে দ্বাদশ জাতীয় সংসদে চিফ হুইপ হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়৷
সংসদ সদস্যদের শপথ
সংসদ নেতা, উপনেতা, স্পিকার, ডেপুটি স্পিকার এবং হুইপ নির্বাচনের আগে মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জয়ী প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে শপথ নেন৷ সকাল ১০টায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন৷ স্বতন্ত্র এমপিরা শপথ নেন তারপর৷ স্পিকার শিরীন শারমিন চৌধুরী সবাইকে শপথ বাক্য পাঠ করান৷ পরে সবাই শপথপত্রে সই করেন৷ বেলা ১১টায় স্বতন্ত্র সংসদ সদস্যরা এবং দুপুর ১২টায় জাতীয় পার্টি ও অন্য দল থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন৷ নির্বাচন কমিশনের (ইসি) গ্যাজেট অনুযায়ী, এবারের নির্বাচনে ৬২ আসনে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন৷
এবারের নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ পেয়েছে ২২২ আসন৷ ফলে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ৷ এর আগে ১৯৯৬-২০০১ মেয়াদে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ৷ বিএনপিসহ ১৬টি রাজনৈতিক দল এবারের নির্বাচন বর্জন করেছে৷ আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান হবে৷
আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্রগুলো বলছে, ৪৫ সদস্যের মন্ত্রিসভা থেকে অন্তত ১৫ জন বাদ পড়তে পারেন৷ এর মধ্যে টানা তিন মেয়াদে মন্ত্রিসভায় আছেন এমন নেতাও বাদ পড়তে পারেন৷ এর বাইরে মন্ত্রিসভার তিনজন সদস্য নির্বাচনে পরাজিত হয়েছেন এবং তিনজন দলের মনোনয়নই পাননি৷ এবার যে তিনজন প্রতিমন্ত্রী পরাজিত হয়েছেন, তারা হলেন ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ও বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী৷
এপিবি/এসিবি (দ্য ডেইলি স্টার)