শীর্ষে বায়ার্ন মিউনিখ
৩০ সেপ্টেম্বর ২০১২শনিবার ভের্ডার ব্রেমেনের মাঠে স্বাগতিকদের ২-০ গোলে হারিয়ে বায়ার্ন মিউনিখ পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের অবস্থান ধরে রেখেছে৷ খেলার শেষ পর্যায়ে ৮১ মিনিটে প্রথম গোল করে বাভারিয়ান ভক্তদের মনে জয়ের আশা জাগান লুই গুস্তাভো৷ আর গুস্তাভোর দেখানো পথ ধরে দুই মিনিট পরেই প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন মারিও মান্ডসুকিচ৷ বাভারিয়ান কোচ ইয়ুপ হেঙ্কেজ খেলার শেষে তাই বললেন, ‘‘প্রথমার্ধে আমরা খুবই ধীর গতিতে ছিলাম এবং খেলোয়াড়রা আমার ধৈর্য পরীক্ষা করছিল৷ তাই বিরতির সময় তাদেরকে আমার জরুরি কথাগুলো শোনাতে হয়েছে এবং তাতে কাজ হয়েছে৷''
ফুটবল বোদ্ধারা মনে করছেন, বাভারিয়ানদের এই জয় থেকে বোঝা যাচ্ছে যে বোরুসিয়া ডর্টমুন্ড গত দুই মৌসুমে যে শ্রেষ্ঠত্ব দেখিয়েছে তা হয়তো এবার পাল্টে যাচ্ছে৷ কারণ এখন পর্যন্ত বায়ার্ন মিউনিখের সংগ্রহ ১৮ পয়েন্ট৷ পাঁচ পয়েন্টের ব্যবধানে আইন্ট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট রয়েছে দ্বিতীয় স্থানে৷ আর ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে বোরুসিয়া ডর্টমুন্ড এবং শালকে৷
তবে বোরুসিয়া ডর্টমুন্ডও বেশ শোচনীয়ভাবে ৫-০ গোলে হারিয়েছে বোরুসিয়া ম্যোনশেনগ্লাডবাখকে৷ খেলার ৩৫ মিনিটে ডর্টমুন্ডের পক্ষে ধারাবাহিক গোলের শুভ সূচনা করেন ম্যোনশেনগ্লাডবাখের সাবেক তারকা মারকো রয়েস৷ তিনি ৭০ মিনিটে আরো একটি গোল করেন৷ এছাড়া দলের জয় নিশ্চিত করতে ৪০ মিনিটে গোল করেন সার্বিয়ার আন্তর্জাতিক তারকা নেভেন সুবোটিচ৷ ৭৯ মিনিটে গোল করেন সম্প্রতি ফ্লু থেকে উঠে আসা তারকা ফুটবলার ইলকে গুন্ডোগান৷ আর ৮৫ মিনিটে জালে বল পাঠিয়ে গোলের খাতা বন্ধ করেন ইয়াকুব ব্লাচিকোভস্কি৷
বেশ আশ্চর্যের বিষয় হলো বায়ার্ন মিউনিখের মতো সেরা দলের খেলায় দর্শক ছিল মাত্র ৪২ হাজার৷ অথচ ডর্টমুন্ড এবং ম্যোনশেনগ্লাডবাখের মধ্যের লড়াই দেখতে মাঠে হাজির হয়েছিলেন আশি হাজারেরও বেশি ফুটবলপ্রেমী মানুষ৷
দিনের অপর খেলাগুলোতে হফেনহাইম এবং আউগসবুর্গ করেছে গোলশূন্য ড্র৷ হামবুর্গ ১-০ গোলে হারিয়েছে হানোফারকে৷ শ্টুটগার্ট ন্যুরেমব্যার্গকে হারিয়েছে ২-০ গোলে এবং একই ব্যবধানে গ্র্যোয়েথার ফ্যুর্থ হেরেছে বায়ার লেভারকুজেনের কাছে৷
এএইচ / এআই (ডিপিএ, এএফপি, রয়টার্স)