1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টানা দ্বিতীয় প্রদর্শনী ম্যাচে হারল জার্মানি

২৭ মে ২০১২

আগামী মাসের ৮ তারিখ থেকে শুরু হচ্ছে ইউরোপীয় ফুটবল প্রতিযোগিতা ‘ইউরো ২০১২’৷ সেটাকে সামনে রেখে শক্তিমত্তা যাচাই করে নিতে শনিবার রাতে বেশ কয়েকটি প্র্যাকটিস ম্যাচ খেলল দলগুলো৷

https://p.dw.com/p/153Fb
ছবি: picture-alliance/dpa

এতে স্পেন আর ইংল্যান্ড জিতলেও হারের স্বাদ নিতে হয়েছে জার্মানি আর হল্যান্ডকে৷ সুইজারল্যান্ডের কাছে ৫-৩ গোলে হেরে গেছে জার্মানি৷ অবশ্য জার্মান সমর্থকরা এই ভেবে মনকে সান্ত্বনা দিতে পারেন যে, দলে ছিলেন না বায়ার্ন মিউনিখের আট খেলোয়াড়, যাঁরা সাধারণত জাতীয় দলে খেলে থাকেন৷ মাত্র এক সপ্তাহ আগে ইউরোপীয়ান চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলার পর বায়ার্নের খেলোয়াড়দের বিশ্রাম দিতেই জার্মান কোচ তাঁদের না খেলানোর সিদ্ধান্ত নিয়েছিলেন৷

ইউরো বাছাইপর্বে কোনো ম্যাচ না হারলেও মূল প্রতিযোগিতা শুরুর আগে খেলা দুটি প্রদর্শনী ম্যাচেই হেরে গেল জার্মানি৷ এর আগে গত ফেব্রুয়ারিতে ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরেছিল জার্মানি৷ ইউরোর আগে আরেকটি ম্যাচ খেলবে জার্মানি, সেটা হবে ইজরায়েলের বিরুদ্ধে, ৩১ তারিখে৷

Deutschland - Frankreich Joachim Löw
ফ্রান্সের সঙ্গে হারছে জার্মানি৷ কোচ ল্যোভের প্রতিক্রিয়াছবি: Reuters

শনিবারের ম্যাচে জার্মান কোচ নতুন গোলরক্ষক নামিয়েছিলেন৷ তাঁর নাম মার্ক-আন্দ্রে টেয়া স্টেগেন৷ মাত্র ২০ বছর বয়স তাঁর৷ কিন্তু প্রথম ম্যাচেই তিনি পাঁচটি গোল খেয়ে ফেলেন৷ ১৯৫৪ সালের পর স্টেগেনই প্রথম কোনো গোলরক্ষক যিনি তাঁর প্রথম আন্তর্জাতিক ম্যাচে পাঁচ গোল খেলেন৷

ইউরো ২০১২'তে জার্মানি পড়েছে কঠিন এক গ্রুপে৷ সেখানে তাদের প্রতিপক্ষ হল্যান্ড, পোর্তুগাল আর ডেনমার্ক৷

এদিকে, জার্মানি সুইজারল্যান্ডে গিয়ে হেরে এলেও ইউরো'তে তাদের গ্রুপে থাকা হল্যান্ডকে হারতে হয়েছে নিজেদের মাঠে৷ বুলগারিয়ার বিরুদ্ধে এক গোলে এগিয়ে গিয়েও ম্যাচে শেষে ২-১ গোলের হার মেনে নিতে হয়েছে গত বিশ্বকাপের রানার আপ হল্যান্ডকে৷ অবশ্য বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল স্পেন দ্বিতীয় সারির দল নিয়েও সার্বিয়ার বিরুদ্ধে ২-০ গোলের জয় পেয়েছে৷ আর নতুন কোচের অধীনে খেলে ইংল্যান্ড ১-০ গোলের জয় পায় নরওয়ের বিরুদ্ধে৷

প্রতিবেদন: জাহিদুল হক (এএফপি, ডিপিএ)

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য