1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে আটকানো যাচ্ছে না

২৭ অক্টোবর ২০২১

রোববার তারা হেলায় হারিয়েছে ভারতকে, মঙ্গলবার শক্তিশালী নিউজিল্যান্ডের চ্যালেঞ্জও অতিক্রম করলো পাকিস্তান।

https://p.dw.com/p/42DnF
নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ভালো বল করলেন পাকিস্তানের বোলাররা। ছবি: Francois Nel/Getty Images

ভারতকে যতটা সহজে হারিয়েছিল পাকিস্তান, নিউজিল্যান্ডের ক্ষেত্রে তা হয়নি। যথেষ্ট লড়াই হয়েছে। একসময় ম্যাচ কিছুটা নিউজিল্যান্ডের দিকে হেলে পড়েছিল। কিন্তু আসিফ আলির বিস্ফোরক ব্যাটিং ও শোয়েব মালিকের যোগ্য সহায়তার ফলে পাঁচ উইকেটে ম্যাচ জিতেছে পাকিস্তান

ভারতের ইনিংসে ধস নামিয়েছিলেন শাহিন আফ্রিদি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই কাজটা করলেন হারিস রউফ। চার ওভারে ২২ রান দিয়ে চার উইকেট পেয়েছেন তিনি। তিনিই নিউজিল্যান্ডের ব্যাটিংয়ে ধস নামিয়ে দেন। শাহিন আফ্রিদি মাত্র একটি উইকেট পেয়েছেন। ২০ ওভারে আট উইকেট হারিয়ে মাত্র ১৩৪ রান তোলে নিউজিল্যান্ড।

ভারতের বিরুদ্ধে রিজওয়ান এবং বাবর আজমই জিতিয়ে দিয়েছিলেন। কিন্তু এদিন অধিনায়ক বাবর আজম মাত্র নয় রান তুলে আউট হন। রিজওয়ান করেন ৩৪ রান। ৮৭ রানে পাঁচ উইকেট পড়ে যাওয়ায় পাকিস্তান যখন বেশ চাপে, তখন ১২ বলে ২৭ রান করেন আসিফ আলি, শোয়েব মালিক করেন ২০ বলে ২৬। তারাই চাপ কাটিয়ে পাকিস্তানকে জয়ের পথে নিয়ে যান।

পরপর দুইটি ম্যাচে গ্রুপের সবচেয়ে শক্তিশালী দুই দলকে হরালো পকিস্তান। বাবর আজমের দলকে খুবই শক্তিশালী দেখাচ্ছে। দলের ভারসাম্যও ভালো। বিশেষ করে পাকিস্তানের বোলাররা খুবই ভালো বল করছেন। পেস ও স্পিনের মিশেলে পাক বোলিংকে ভয়ংকর দেখাচ্ছে। শারজার মন্থর পিচে তারা আরো ভয়ংকর হয়ে উঠছেন। তবে দুইটি ম্যাচেই পাকিস্তানের বোলাররা প্রথমে বল করার সুবিধা পেয়েছেন। শিশিরের সমস্যা তাদের ভোগ করতে হয়নি। শিশিরের সমস্যা নিয়েও নিউজিল্যান্ড বোলাররা ভালো বল করেছেন। তবে তাদের ডুবিয়েছেন ব্যাটাররা।

জিএইচ/এসজি (স্টার স্পোর্টস)