টিপাইমুখ বাঁধ নিয়ে গণভোট চান সুশীল সমাজের
২৫ নভেম্বর ২০১১টিপাইমুখ বাঁধ ও জল বিদ্যুৎ প্রকল্প নিয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন - বাপা'র এক সেমিনারে সংগঠনের সাধারণ সম্পাদাক ড. আব্দুল মতিন বলেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশের সিলেট অঞ্চল ব্যাপক ক্ষতির মুখে পড়বে৷ জীববৈচিত্র্য নষ্ট হবে৷ ক্ষতিগ্রস্ত হবে ফসল উৎপাদন৷
আর লেখক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনির বক্তব্য উদ্ধৃত করে বলেন, তিনি ঠিকই বলেছেন টিপাইমুখ বাঁধ নিয়ে রাজনীতি হচ্ছে৷ কিন্তু সরকারও সে রাজনীতির বাইরে নেই৷
অধ্যাপক মোজাফফর আহমেদ বলেন, টিপাইমুখ বাঁধ নিয়ে সরকারের অবস্থান এখনো পরিষ্কার নয়৷ সরকারেরর একেকজন এক এক রকম কথা বলছেন৷ তাই সরকারের উচিৎ হবে এনিয়ে গণভোট করা৷ তাতে সরকার দেশের মানুষের মনোভাব বুঝতে পারবে৷ আর সেই মনোভাবের প্রতিফলন থাকতে হবে ভারতের সঙ্গে টিপাইমুখ বাঁধ নিয়ে আলোচনায়৷
অন্যদিকে ঢাকায় এক প্রতিবাদ সমাবেশে বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকাকালেও টিপাইমুখ বাঁধের বিরোধিতা করেছে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক