1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টিপাইমুখ বাঁধ নিয়ে গণভোট চান সুশীল সমাজের

২৫ নভেম্বর ২০১১

ভারতের টিপাইমুখ বাঁধ নিয়ে বাংলাদেশে গণভোটের দাবি জানিয়েছেন বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধিরা৷ তাদের মত হল, সরকার এই গণভোটের মাধ্যমে সাধারণ মানুষের মনোভাব বুঝতে পারবে৷ আর তখন সরকার ভারতের সঙ্গে টিপাইমুখ বাঁধ নিয়ে আলো

https://p.dw.com/p/13H8H
ছবি: DW

টিপাইমুখ বাঁধ ও জল বিদ্যুৎ প্রকল্প নিয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন - বাপা'র এক সেমিনারে সংগঠনের সাধারণ সম্পাদাক ড. আব্দুল মতিন বলেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশের সিলেট অঞ্চল ব্যাপক ক্ষতির মুখে পড়বে৷ জীববৈচিত্র্য নষ্ট হবে৷ ক্ষতিগ্রস্ত হবে ফসল উৎপাদন৷

আর লেখক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনির বক্তব্য উদ্ধৃত করে বলেন, তিনি ঠিকই বলেছেন টিপাইমুখ বাঁধ নিয়ে রাজনীতি হচ্ছে৷ কিন্তু সরকারও সে রাজনীতির বাইরে নেই৷

অধ্যাপক মোজাফফর আহমেদ বলেন, টিপাইমুখ বাঁধ নিয়ে সরকারের অবস্থান এখনো পরিষ্কার নয়৷ সরকারেরর একেকজন এক এক রকম কথা বলছেন৷ তাই সরকারের উচিৎ হবে এনিয়ে গণভোট করা৷ তাতে সরকার দেশের মানুষের মনোভাব বুঝতে পারবে৷ আর সেই মনোভাবের প্রতিফলন থাকতে হবে ভারতের সঙ্গে টিপাইমুখ বাঁধ নিয়ে আলোচনায়৷

অন্যদিকে ঢাকায় এক প্রতিবাদ সমাবেশে বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকাকালেও টিপাইমুখ বাঁধের বিরোধিতা করেছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান