1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টুইটারে আলোচনায় নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা

২ ডিসেম্বর ২০১৪

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলায় আরও তিন র‌্যাব সদস্যকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ৷ এই ঘটনাটি নিয়ে অনেকেই মন্তব্য করেছেন টুইটারে৷

https://p.dw.com/p/1Dy6H
Opfer des Rapid Action Battalion (RAB) in Bangladesh
ছবি: DW

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম তাদের প্রতিবেদনে জানিয়েছে, সোমবার রাতে র‌্যাব সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে৷ মঙ্গলবার সকালে তাদের নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করে পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে বিচারক সাত দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন৷

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, তাঁর বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহীম গত ২৭ এপ্রিল অপহৃত হন৷ পরে শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ৷

আরও তিন ব়্যাব সদস্যকে রিমান্ডে নেয়ার খবরটি বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকাগুলোতে ব্রেকিং নিউজ আকারে এসেছে৷

বিশাল সেগাল খবরটি শেয়ার করে টুইটারে লিখেছেন, সাত খুনের ঘটনায় এ পর্যন্ত ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷

আজাদ মিয়া লিখেছেন, এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে ২৪ জনকে৷

বেসরকারি টিভি চ্যানেল টুয়েন্টিফোর সাত খুনের ঘটনা নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছে৷ প্রতিবেদনটি তারা টুইটারেও শেয়ার করেছে৷

সংকলন: অমৃতা পারভেজ

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য