যুদ্ধাপরাধীদের বিচার
২৩ ফেব্রুয়ারি ২০১২গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিতে ১৯১ পৃষ্ঠার অভিযোগ উপস্থাপন শেষ করেছে প্রসিকউশন৷ প্রসিকিউশন গোলাম আযমের বিরুদ্ধে ৬২টি অভিযোগ তুলে ধরেছে৷ এর মধ্যে হত্যা ধর্ষণ, লুটতরাজের মত মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে৷ অভিযোগ পাকিস্তানি বাহিনীর সহায়তায় তিনি শান্তি কমিটি, রাজাকার, আল বদর এবং আল শামস গঠন করেন৷ তার নির্দেশে স্বাধীনতা বিরোধী ওইসব সংগঠন বুদ্ধিজীবীসহ বাংলাদেশের কয়েক লাখ মানুষকে হত্যা করেছে৷ প্রসিকিউটর অ্যাডভোকেট জেয়দ আল মালুম বলেন, আগামী ২৭শে এপ্রিল গোলাম আযমের যুদ্ধাপরাধের ব্যাপারে বিদেশি টেলিভিশন চ্যানেলে প্রচারিত কয়েকটি তথ্যচিত্র ট্রাইবুন্যালে উপস্থাপন করা হবে৷
এদিকে যুদ্ধাপরাধের অভিযোগে আটক বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী তার বিচার দালাল আইনে করার যে আবেদন জানিয়েছিলেন তার শুনানিও শেষ হয়েছে৷ তার আইনজীবী ব্যারিস্টার তাজুল ইসলাম জানান ২৬শে ফেব্রুয়ারি এব্যাপারে আদালত আদেশ দেবেন৷
অন্যদিকে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন বুধবার সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে দেখা করে যুদ্ধাপরাধের বিচার নিয়ে তার সরকারে উদ্বেগের কথা তুলে ধরেন৷ আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ জানান, তিনি ব্রিটিশ হাইকমিশনারের উদ্বেগের কারণকে নাকচ করে দিয়েছেন৷ তিনি বলেন, যুদ্ধাপরাধের বিচার স্বচ্ছতার সঙ্গেই হচ্ছে৷ আসামিরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছে৷ তার মতে বিভিন্ন মহল ভুল তথ্য দেয়ায় এই উদ্বেগের সৃষ্টি হয়েছে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন