ডয়চে ভেলের ৩২তম ভাষা তামিল
৩১ অক্টোবর ২০২১ইউটিউবে হিন্দি, বাংলা এবং উর্দুর পাশাপাশি এবার পাওয়া যাবে তামিল ভাষার নানা আয়োজনও৷ প্রাথমিকভাবে দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের শহরবাসী তরুণ ও সুশিক্ষিত নাগরিকদের জন্য এই চ্যানেলে নানা আয়োজন থাকবে৷ এছাড়া শ্রীলংকা, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বসবাসকারী তামিলভাষীদের নিয়েও থাকবে আয়োজন৷
বিশ্বব্যাপী, প্রায় সাত কোটি মানুষ তামিল ভাষায় কথা বলেন৷
২০২১ সালের মার্চ মাসে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ডয়চে ভেলের একটি নতুন ব্যুরো চালুর মাধ্যমে ভারতে ডয়চে ভেলের দর্শক ও পাঠকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে৷ তামিলনাড়ুসহ দক্ষিণ ভারতের রাজ্যগুলি তাদের স্বাধীনতা এবং ভাষাকে অনেক গুরুত্ব দেয়৷ ডয়চে ভেলে ইউটিউবে তামিল ভাষায় তার পরিসেবা প্রসারিত করবে৷
ডয়চে ভেলের মহাপরিচালক পিটার লিমবুর্গ বলেছেন, ‘‘তামিল ভাষায় সম্প্রচারের মাধ্যমে আমরা এমন একটি অঞ্চলে পৌঁছাতে সক্ষম হবো, যেখানকার মানুষ একদিকে অর্থনৈতিকভাবে অত্যন্ত প্রগতিশীল, অন্যদিকে সমাজের ঐতিহ্যবাহী ভাবমূর্তিও বজায় রাখতে সচেষ্ট৷ ইউরোপ এবং এই অঞ্চল থেকে আমাদের প্রতিবেদন দারিদ্র্য হ্রাস, সমাজে নারীদের ভূমিকা এবং পরিবেশ সুরক্ষাও আমাদের ব্যবহারকারীদের জন্য মূল বিষয় হবে৷''
ডয়চে ভেলের ব্যবস্থাপনা পরিচালক (প্রোগ্রামিং) গ্যার্ডা ময়ার বলেছেন, ‘‘১৬ থেকে ২৫ বছর বয়সি তরুণ-তরুণীরা এমন সিদ্ধান্তের মুখোমুখি হন, যা তাদের ভবিষ্যত জীবনের গতিপথ নির্ধারণ করে৷ আমার কী বিষয়ে পড়া উচিত? আমি কীভাবে কাজ করতে চাই? আমি কীভাবে টেকসইভাবে বাঁচতে পারি ? আমি কীভাবে সমাজকে সেবা ফেরত দিতে পারি? আমাদের অঞ্চলভিত্তিক ফরম্যাট প্রাথমিকভাবে এই প্রশ্নগুলির প্রতিফলন ঘটাবে৷’’
নতুন তামিল সম্পাদকীয় দলে পাঁচজন সাংবাদিক রয়েছেন৷ একজন সম্পাদক জার্মানির বন শহর থেকে পরিকল্পনা করবেন, তামিলনাড়ু থেকে কাজ করবেন চারজন সাংবাদিক৷
ডয়চে ভেলে তামিলের ইউটিউব চ্যানেল দেখুন এই লিংকে- https://www.youtube.com/channel/UCRIrAXzyn11EzeLpEKhVDuQ/