ডর্টমুন্ড বিস্ফোরণ: সন্দেহভাজন একজন গ্রেপ্তার
১২ এপ্রিল ২০১৭তিনি বলেন, বিস্ফোরণস্থলের কাছে তিনটি চিঠি পাওয়া গেছে এবং সবগুলো চিঠির বক্তব্য প্রায় একই৷ চিঠির বক্তব্য হামলার সঙ্গে ইসলামপন্থিদের জড়িত থাকার আভাস দিচ্ছে৷ ক্যোহলার বলেন, চিঠিগুলোতে গত ডিসেম্বরে বার্লিনে বড়দিনের বাজারে হামলার ঘটনা ও সিরিয়া সংকটে ফাইটার জেট নিয়ে জার্মানির অংশ নেয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে৷ এছাড়া পশ্চিম জার্মানির একটি সামরিক ঘাঁটি বন্ধ করার আহ্বান জানানো হয়েছে৷
জার্মান বার্তা সংস্থা ডিপিএ আরও জানিয়েছে, ফ্যাসিবাদবিরোধী একটি অনলাইন পোর্টালে পাওয়া আরেকটি নোটও খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷ নিও-নাৎসি ও বর্ণবাদের বিরুদ্ধে ডর্টমুন্ড ক্লাব যথেষ্ট পদক্ষেপ না নেয়ায় এই হামলা চালানো হয়েছে বলে চিঠিতে বলা হয়েছে৷
এদিকে, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বিস্ফোরণের ঘটনায় ‘মর্মাহত’ হয়েছেন বলে তাঁর মুখপাত্র জানিয়েছেন৷
মঙ্গলবার সন্ধ্যায় ডর্টমুন্ডের ফুটবলাররা চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোর সঙ্গে খেলতে বাসে করে নিজেদের স্টেডিয়ামের উদ্দেশে রওয়ানা দেয়ার কিছুক্ষণ পর বিস্ফোরণের ঘটনা ঘটে৷ এ ঘটনায় বাসের জানালার কাচ ভেঙে যায়৷ অন্যান্য খেলোয়াড়রা অক্ষত থাকলেও ডিফেন্ডার মার্ক বার্ট্রা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন৷ এরপর রাতেই তাঁর হাতে অস্ত্রোপচার হয়৷
এদিকে, হামলার ঘটনায় মঙ্গলবার ম্যাচটি স্থগিত করা হয়৷ তবে আজ বুধবার ম্যাচটি অনুষ্ঠিত হবে৷ ফলে মোনাকো থেকে আসা সমর্থকরা যেন রাতে থাকার জায়গার সমস্যায় না পড়েন, সেজন্য ডর্টমুন্ডের সমর্থকরা তাদের সহায়তায় এগিয়ে আসেন৷ সামাজিক মাধ্যমে #বেডফরঅ্যাওয়েফ্যানস নামে একটি হ্যাশট্যাগ ব্যবহার করে তাঁরা মোনাকোর সমর্থকদের স্থান খুঁজে পেতে সহায়তা করেন৷ ডর্টমুন্ড ক্লাবের টুইটার অ্যাকাউন্ট থেকেও বিষয়টি মোনাকোর সমর্থকদের জানানো হয়েছিল৷
মোনাকো সমর্থকদের সঙ্গে ডর্টমুন্ড সমর্থকদের একসঙ্গে থাকা, খাওয়া-দাওয়ার ছবি পোস্ট করেছেন অনেকে৷
ডর্টমুন্ড সমর্থক রজার ডয়চে ভেলেকে জানিয়েছেন, কেন তিনি ছয়জন মোনাকো সমর্থককে রাতে থাকার সুযোগ দিয়েছেন৷
ডর্টমুন্ড সমর্থকদের এই উদ্যোগের প্রশংসা করেছে মোনাকো ক্লাব৷ এ সংক্রান্ত কয়েকটি ছবি শেয়ার করে জার্মান ভাষায় একটি টুইটও করেছে ফরাসি এই ক্লাবটি, যার অর্থ ‘এটাই ফুটবল’৷
সমর্থকদের এমন উদ্যোগের জন্য তাঁদের ধন্যবাদ জানিয়েছে ডর্টমুন্ড৷
ডর্টমুন্ড সমর্থকদের এমন পদক্ষেপে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেক টুইটার ব্যবহারকারী৷
জেডএইচ/এসিবি (ডিপিএ, এপি, রয়টার্স, এএফপি)