ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ
১৩ অক্টোবর ২০১৭যুক্তরাষ্ট্রে এমন কাণ্ডের জন্য অবশ্য সেই ডাক্তারের ব্যাপারে খোঁজখবর নিচ্ছে পুলিশ৷
ঘটনা ফ্লোরিডার গেইনসভিলের৷ ডা. পিটার গালোগলির ক্লিনিকে তার সাথে রোগী জেসিকা স্টিপের বাদানুবাদ হয়৷ সোমবার জেসিকা এই ঘটনার ভিডিও পোস্ট করেন ফেইসবুকে৷ খুব কম সময়েই ভাইরাল হয় ভিডিওটি৷
জেসিকার মেয়ে ঐ ঘটনা ভিডিও করে৷ এতে দেখা যায়, সন্ধ্যা সাড়ে ছয়টায় ডাক্তারকে দেখানোর কথা থাকলেও রাত পৌনে আটটায় ডাক্তার বের হয়ে আসেন তাঁর চেম্বার থেকে৷ ‘কেন এত দেরি হচ্ছে' জেসিকা জানতে চাইলে ডা. পিটার বেশ বিরক্ত হয়ে চিৎকার করতে শুরু করেন৷ বলেন, তিনি অন্য রোগী দেখছেন আর সেখানে তার আরও দেরি হবে৷
‘আপনি কি আমার সাথে মজা করছেন? আপনার কি ধারণা যে পরীক্ষাগুলো এখন আমাকে করতে হবে সেগুলো করতে তিন সেকেণ্ড সময় লাগে?' চিৎকার করে বলেন, ডা. পিটার৷ ‘আপনি এখন কি চান?' জানতে চান তিনি৷
জেসিকা বলেন, ‘বাসায় যেয়ে বিশ্রাম নিতে চাই৷' সাথে সাথেই তাকে ক্লিনিক থেকে বের করে দিতে উদ্যত হন ডাক্তার৷ ‘এক্ষুণি বেরিয়া যান আমার ক্লিনিক থেকে,' বলেন তিনি৷ এমনকি রোগীকে গেইটের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন৷
জেসিকা খানিকটা হতবিহ্বল হয়ে পড়েন তাতে৷ তবে তাঁর মেয়ে বলেন, ‘‘চিন্তা করো না, পুরো ঘটনা আমি ভিডিও করেছি৷''
এ কথা শোনার সাথে সাথে ফোন কেড়ে নেন ডা. পিটার৷ পরে অবশ্য তা ফিরিয়ে দিয়েছেন বলে জানা গেছে৷
ভিডিওটি ফেইসবুকে প্রচার হওয়ার পর ৩ লাখ ৭৩ হাজারেরও বেশি বার মানুষ দেখেছে৷ শরীরে কোনো আঘাত লাগেনি বলে, ঐ ডাক্তারের বিরুদ্ধে মামলা নেয়নি পুলিশ৷ তবে পরে জানা গেছে, পুলিশ ডা. পিটারের ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন৷
এএম/এসিবি