1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিশুর কান্না থামানোর সহজ উপায়

২৮ এপ্রিল ২০১৭

যুক্তরাষ্ট্রের এক ডাক্তার ৩০ বছর ধরে শুধু শিশুদেরই চিকিৎসা করছেন৷ তাঁর একটা বিশেষত্ব হলো, শিশু যখন কেঁদেকেটে সারা বাড়ি মাথায় তোলে, তখন এক মুহূর্তে তাদের কান্না থামাতে পারেন তিনি৷

https://p.dw.com/p/2c59r
Mutter mit Säugling beim Kinderarzt
ছবি: picture-alliance/Joker

ক্যালিফোর্নিয়ার স্যান্টা মোনিকার শিশুরোগ বিশেষজ্ঞ ডা. রবার্ট সি হ্যামিল্টন প্রথম এমন দাবি করেছিলেন ২০১৫ সালের ডিসেম্বরে৷ খুব ঢাক-ঢোল পিটিয়ে বিশেষ দক্ষতার কথাটি প্রচার করেননি, শুধু নিজের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও পোস্ট করেছিলেন৷ মাত্র তিন দিনে ১০ লক্ষ বার দেখা হয়েছিল সেই ভিডিও!

ভিডিওটি সত্যিই বারবার দেখার মতো৷ ক্রন্দনরত শিশুকে ধরে শুধু তার হাত দুটো বুকে কোণাকুনি ভাঁজ করে শরীরটাকে ৪৫ ডিগ্রি কোণে তুলে ধরেন ডা. রবার্ট সি হ্যামিল্টন৷ অমনি থেমে যায় কান্না৷ যে যতবার দেখতে চেয়েছে, ততবারই এভাবে বাচ্চার কান্না থামিয়ে দেখিয়েছেন অভিজ্ঞ এই শিশু চিকিৎসক৷

ডা. হ্যামিল্টন অবশ্য সব শিশুর কান্না এভাবে থামানোরপক্ষপাতি নন৷ যেসব শিশুর বয়স তিন মাসের মধ্যে, শুধু তাদের কান্নাই এভাবে থামান তিনি৷ তিনি মনে করেন, তিন মাসের পর শিশুর ওজন বেশ দ্রুত বাড়তে থাকে, তাই তখন তাকে খুব সহজে হাত দুটো বুকে ভাঁজ করে ওভাবে তুলে ধরা একটু কঠিন হয়ে যায়৷

এসিবি/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান