1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডায়মন্ড হারবারে চোলাই মদের বিষক্রিয়ায় মৃত্যুর মিছিল

১৫ ডিসেম্বর ২০১১

বিষাক্ত চোলাই মদ খেয়ে মৃত্যু এই উপমহাদেশে কোনও নতুন ঘটনা নয়৷ দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবার অঞ্চলে এরকমই এক ঘটনা কুখ্যাতি পেয়ে গেল ক্রমশ বেড়ে চলা মৃত্যুর কারণে৷

https://p.dw.com/p/13TR3
নিহতদের আত্মীয়স্বজনদের আহাজারিছবি: dapd

মৃত্যুর মিছিল শুরু হয়েছিল বুধবার ভোরেই৷ তার আগের রাতে দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবার মহকুমার সংগ্রামপুরে চোলাই মদের বিষক্রিয়ায় বহু লোক অসুস্থ হয়ে পড়েন এবং এক এক করে মৃত্যুর খবর আসতে থাকে৷ বুধবার রাত পর্যন্ত সরকারিভাবে ৫৭ জনের মারা যাওয়ার খবর পাওয়া যায়৷ কিন্তু বৃহস্পতিবার সকাল থেকেই মৃত্যুর হার দ্রুত বাড়তে থাকে৷ বিকেলে মৃতের সংখ্যা দাঁড়ায় ১৪৫, কিন্তু গুরুতর অসুস্থ আরও অন্তত ১৫০ জন, যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক৷ ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে৷ অসুস্থরা অধিকাংশই ভর্তি ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে৷ তবে কিছু লোককে কলকাতার হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে৷ কলকাতার বাঙ্গুর হাসপাতালের সুপার সংবাদ মাধ্যমকে এসম্পর্কে জানিয়েছেন৷

পুলিশের প্রাথমিক অনুমান, নেশা বাড়ানোর জন্য চোলাই মদে অত্যধিক মাত্রায় মিথাইল অ্যালকোহল মেশানোতেই এই বিপত্তি৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিধানসভায় জানান, মৃতরা যেহেতু সবাই খুব দরিদ্র পরিবারের লোক, তাদের মাথাপিছু দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে সরকার৷

বিষমদে মৃত্যুর ঘটনার পরই এদিন তৎপর হয়ে ওঠে জেলা প্রশাসন৷ দক্ষিণ ও উত্তর ২৪ পরগণার বিভিন্ন জায়গায় চোলাইয়ের ঠেক ভেঙে দেওয়া হয়৷ এর মধ্যে মগরাহাটে চোলাইয়ের ঠেক ভাঙতে গেলে পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের হাতাহাতি হয়৷ থানায় বিক্ষোভ হয়৷ যার থেকে স্পষ্ট, দক্ষিণ ২৪ পরগণার বিস্তীর্ণ অঞ্চলে চোলাই মদের ব্যবসা কীভাবে বিরাট সংখ্যক নিম্নবিত্ত মানুষের জীবিকা হয়ে উঠেছে৷ যে কারণে এত বড় অঘটন ঘটে যাওয়ার পরেও শিয়ালদহ দক্ষিণ শাখায় বৃহস্পতিবার দিনভর চোলাই মদ পাচারের কোনও বিরাম ঠিল না৷ উত্তর ২৪ পরগণার বসিরহাটে ৯টি মদের ঠেক ভেঙে দেওয়া হয়৷ গ্রেপ্তার হয় দুজন, নষ্ট করে দেওয়া হয় ৮০০০ লিটার চোলাই মদ৷

প্রতিবেদন: শীর্ষ বন্দ্যোপাধ্যায়
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

Indien Tod nach Verzehr giftigen Alkohols
মদ খেয়ে অসুস্থ হয়ে পড়ারা চিকিৎসা নিচ্ছেনছবি: dapd