1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডেঙ্গু জ্বর রুখতে বিজ্ঞানীদের সাফল্য

২৫ ফেব্রুয়ারি ২০১১

ডেঙ্গু ভাইরাস প্রতিরোধে বিশ্বের নানা দেশে সফলতার খবর শোনা যায়৷ তারপরও মশাবাহিত এই ভাইরাসে বছরে পাঁচ কোটি মানুষ আক্রান্ত হয় এবং ২৫ হাজারের বেশি মারা যায়৷ এই মশা বিড়ম্বনা রোধে এবার এগিয়ে এসেছেন থাইল্যান্ডের বিজ্ঞানীরা৷

https://p.dw.com/p/10PBX
ছবি: picture-alliance

থাই বিজ্ঞানীরা একটি বিশেষ ধরনের ভ্যাকসিন তৈরি করেছেন যা ডেঙ্গু প্রতিরোধে সহায়ক৷ ইতিমধ্যে ইঁদুরের শরীরে এই ভ্যাকসিনের কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে৷ ইঁদুরের দেহে এটির সফলতা ৮০ শতাংশ৷ এবার মানুষের শরীরে এটি পরীক্ষা করা হবে৷ থাইল্যান্ডের বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ভিরাচি ভিরামেটেকুল এই প্রসঙ্গে জানান, ডেঙ্গু প্রতিরোধক ভ্যাকসিন তৈরিতে এটি একটি বড় সাফল্য৷ গত ২০ থেকে ৩০ বছর ধরে থাই বিজ্ঞানীরা এবং গবেষকরা এই নিয়ে গবেষণা করছেন৷

বিশ্বের ১০০টিরও বেশি দেশে ডেঙ্গু রোগের চার ধরণের লক্ষণ দেখা যায়৷ চিয়াং মাই বিশ্ববিদ্যালয়, জাতীয় জেনিটেক এঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি কেন্দ্র ও মাহিডল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা একটি হাইব্রিড ভাইরাস তৈরি করেছে, যা ডেঙ্গুর চার ধরণের লক্ষণই প্রতিরোধে ভ্যাকসিন হিসেবে কাজ করবে৷ মাহিডল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রসাদ আওয়ারকুল এই প্রসঙ্গে বলেন, ডেঙ্গুর চার ধরণের লক্ষণ প্রতিরোধে এই ভ্যাকসিনে সঠিক সামঞ্জস্যতা তৈরিই কাজটা সবচেয়ে কঠিন ছিল৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, প্রতি বছর পাঁচ কোটি মানুষ ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হন৷ অধিকাংশের ক্ষেত্রে এই ভাইরাস খুব বড় ঝামেলা তৈরি না করলেও, মাঝে মাঝে তা জটিলতা তৈরি করতে পারে৷ সেক্ষেত্রে এই ভাইরাস আক্রান্তের জীবন ঝুঁকির মধ্যে পড়ে৷ বিশেষ করে শিশুরা ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কয়েকদিনের মধ্যেই মারা যেতে পারে৷ চিয়াং মাই বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. বানসুক কিলাপাং জানান, আমাদের এই গবেষণা শিশুদের স্বাস্থ্যঝুঁকি কমাতে সহায়ক হবে৷

বলাবাহুল্য, এই ভ্যাকসিন তৈরির গবেষণার পেছনে কোটি ডলার খরচ করছে বেসরকারি বায়োটেকনোলজি কোম্পানি বায়ো-নেট এশিয়া৷ সংস্থাটির প্রেসিডেন্ট ভিটুন ভংসানগুল জানিয়েছেন, আমরা এই ভ্যাকসিন সাশ্রয়ী মূল্যে বাজারে ছাড়তে চাই৷ এতে করে বিক্রির পরিমাণও বাড়বে৷

উল্লেখ্য, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে ডেঙ্গু ভাইরাসের উৎপাতও বাড়ছে৷ থাই গবেষকদের এই ভ্যাকসিন তাই দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভালোই বিকাবে৷ তাছাড়া অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে এটি সরবরাহের পরিকল্পনা করছে নির্মাতারা৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান