ঢাকাকে ভাগ করার চেয়ে প্রয়োজন দক্ষতা বাড়ানো
১১ ডিসেম্বর ২০১০পাঁচ বছরের মেয়াদ হলেও বিগত আট বছরেও হয়নি ঢাকা সিটি নির্বাচন৷ এখন আবার ঢাকা সিটি করপোরেশনকে দুই থকে চার ভাগে ভাগ করার কথা বলছে সরকার৷ সাধারণ মানুষ মনে করেন নগরবাসীকে সেবা দেয়াই আসল কথা৷ সেটা চার ভাগে ভাগ করে হতে পারে৷ আবার দক্ষতা বাড়িয়েও তা সম্ভব৷ তবে এর জন্য প্রয়োজন সদিচ্ছা৷
বিশ্লেষকরা মনে করেন রাজনৈতিক কারণে ঢাকা সিটি করপোরেশনেক ভাগ করা ঠিক হবেনা, একজন মেয়রই যথেষ্ট৷ ঢাকা শহরের সীমানা বেধে দেয়া উচিত৷ ব্যবসায়িক কারনে প্রতিদিনই ঢাকার সীমানা বাড়াচ্ছে ভবন নির্মাতারা৷ এটা বন্ধ হওয়া উচিত৷ যেমন বললেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমেদ৷
অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান বলেন, একাধিক ডেপুটি মেয়য়রের পদ সৃষ্টি বা কাউন্সিলরদের দায়িত্ব বাড়িয়ে সিটি করপোরেশেনের দক্ষতা বাড়ানো সম্ভব৷ এর ফলে সম্ভব মেয়রের ওপর চাপ কমানো৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: রিয়াজুল ইসলাম